Inqilab Logo

বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪, ১৩ আষাঢ় ১৪৩১, ২০ যিলহজ ১৪৪৫ হিজরী

অগ্নিকান্ডে আহত দুই শতাধিক

কক্সবাজার সদর হাসপাতাল

কক্সবাজার ব্যুরো : | প্রকাশের সময় : ২৮ জানুয়ারি, ২০২১, ১২:০১ এএম

কক্সবাজার সদর হাসপাতালে অগ্নিকান্ডের ঘটনায় রোগীদের আহাজারী ও স্বজনদের ছুটাছুটিতে এক আতঙ্কের সৃষ্টি হয়। এসময় দুই শতাধিক মানুষ আহত হয়েছেন। তবে কর্তৃপক্ষ এখনো নিশ্চিত করে কিছু বলতে পারছে না। গতকাল বুধবার বিকে সাড়ে ৫টার দিকে ৫ শ’ বেডের কক্সবাজার সদর হাসপাতালের সাবেক শিশু ওয়ার্ডের স্টোররুম থেকে এই মর্মান্তিক অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

সরেজমিনে হাসপাতাল এলাকা ঘুরে রোগী ও স্বজনদের সাথে কথা বলে জানা যায়, অগ্নিকান্ডের খবরে আতঙ্কের সৃষ্টি হয় রোগী ও স্বজনদের মাঝে। অগ্নিকান্ডের খবর জেনে হাসপাতাল কর্তৃপক্ষ হাসপাতালের সব গেইট খুলে দেয়। তখন হাসপাতাল থেকে বাহির করে নিয়ে আসা হয় শত শত রোগী। এ সময় প্রাণ বাঁচাতে এদিক ওদিক ছুটতে গিয়ে আহত হয়েছে দুই শতাধিক রোগী ও স্বজন। খবর পেয়ে আগুন নেভাতে দ্রুত ছুটে আসে দমকলবাহিনী। প্রায় দুই ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অগ্নিকান্ড


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ