Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কক্সবাজার সদর হাসপাতালে অগ্নিকাণ্ড

রোগী ও স্বজনদের আহজারীতে হৃদয়বিদারক দৃশ্য, আহত দুই শতাধিক

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ২৭ জানুয়ারি, ২০২১, ৭:২৩ পিএম

কক্সবাজার সদর হাসপাতালে অগ্নিকান্ডের ঘটনায় রোগীদের আহজারী ও স্বজনদের ছুটাছুটিতে এক মহা আতঙ্কের সৃষ্টি হয়। এসময় রোগী ও রোগীর স্বজন মিলে দুই শতাধিক মানুষ আহত হয়েছেন। তবে কর্তৃপক্ষ এখনো নিশ্চিত করে কিছু বলতে পারছেন না।

অনেকের অবস্থা আশঙ্কাজনক হলেও এই রিপোর্ট লেখা পর্যন্ত কেউ নিহত হওয়ার খবর নিশ্চিত হওয়া যায়নি।

বুধবার (২৭ জানুয়ারী) বিকে সাড়ে ৫টার দিকে ৫শত বেডের কক্সবাজার সদর হাসপাতালের সাবেক শিশু ওয়ার্ডের ষ্টোর রোম থেকে এই মর্মান্তিক অগ্নি কান্ডের ঘটনা ঘটে।

সরেজমিনে হাসপাতাল এলাকা ঘুরে রোগী ও স্বজনদের সাথে কথা বলে জানাযায়, অগ্নি কান্ডের খবরে এক মহা আতঙ্কের সৃষ্টি হয় রোগী ও স্বজনদের মাঝে।

অগ্নি কান্ডের খবর জেনে হাসপাতাল কর্তৃপক্ষ হাসপাতালের সব গেইট খুলে দেয়। তখন হাসপাতাল থেকে বাহির করে নিয়ে আসা হয় শত শত রোগী। এ সময় প্রাণ বাঁচাতে এদিক ওদিক ছুটতে গিয়ে আহত হয়েছে দুই শতাধিক রোগী ও স্বজন।

খবর পেয়ে আগুন নেভাতে দ্রুত ছুটে আসে দমকলবাহিনী। প্রায় দুই ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানান, এতে তাৎক্ষণিক হতাহত ও ক্ষয়ক্ষতির সংখ্যা নিরূপণ করা সম্ভব হয়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কক্সবাজার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ