Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিশ্বে প্রথম দুই হাত-কাঁধ প্রতিস্থাপন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ জানুয়ারি, ২০২১, ১২:৫১ পিএম

ফ্রান্সের গণমাধ্যম গলফ নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, বিশ্বে প্রথমবারের মতো আইসল্যান্ডে এক ব্যক্তির কাঁধ ও দুই হাত প্রতিস্থাপন করা হয়েছে। তবে চিকিৎসকরা বলেছেন, তিনি সুস্থ হলেও কতটা নড়াচড়া করতে পারবেন তা এখনো অনিশ্চিত।

প্রায় দুই দশক আগে এক সড়ক দুর্ঘটনায় আইসল্যান্ডে ফেলিক্স গ্রেটারসন নামে এক ব্যক্তি দুই হাত হারিয়েছিলেন। সম্প্রতি অপারেশন করে তার দুটি হাত ও কাঁধ প্রতিস্থাপন করা হয়েছে। এরপর ৯ দিন পেরিয়ে গেলেও তার কোনো মারাত্মক জটিলতা দেখা দেয়নি। বরং আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছেন তিনি।

ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর লিয়নে তার অপারেশন করানো হয়েছে। অপারেশনে নেতৃত্ব দিয়েছেন সার্জন আরাম গাজারিয়ান। তিনি সংবাদ সম্মেলনে বলেছেন, কোনো মানুষ যখন সবই হারান, তখন তাকে সামান্য উপহার দিতে পারাও অনেক কিছু। যদি তিনি তার কনুই ভাঁজ করতে পারেন তাহলে এটা হবে জীবন পাল্টে দেয়ার মতো ঘটনা।
গ্রেটারসন একজন ইলেকট্রিশিয়ান। তিনি ১৯৯৮ সালের ১২ জানুয়ারি উচ্চ ভোল্টেজ শক্তি সংবলিত একটি লাইনে কাজ করছিলেন। এ সময় লাইনে ছিল ১১,০০০ ভোল্টেজ। এর সংস্পর্শে তার দুই হাত পুড়ে যায়। এক পর্যায়ে তিনি ছিটকে পড়েন বরফে আচ্ছাদিত মাটিতে। বেশকিছু ক্ষত দেখা দেয় তার শরীরে। এগুলো শরীরের উপরিভাগে যেমন, তেমনি তা শরীরের ভিতরেও। গ্রেটারসন তিন মাস কোমায় ছিলেন। এ সময়ে চিকিৎসকরা তার দুটি হাতই গোড়া থেকে কেটে ফেলেন। এর বাইরেও তার বেশকিছু অপারেশন করানো হয়। এমনকি তার লিভারও প্রতিস্থাপন করা হয়।

হাত প্রতিস্থাপনে কিংবদন্তি হিসেবে পরিচিত জ্যাঁ-মাইকেল দুবারনার্ড একটি সম্মেলনে যোগ দিতে হাজির হয়েছিলেন রেইকজাভিকে। সেখানে তার সঙ্গে সাক্ষাৎ করেন গ্রেটারসন। তিনি তার কাছে জানতে চান, তার হারানো হাতের স্থানে প্রতিস্থাপন করা সম্ভব কিনা।
গ্রেটারসনের স্ত্রী সিলউইয়া গত শুক্রবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, গ্রেটারসনের সবচেয়ে বড় স্বপ্ন ছিল হাত প্রতিস্থাপনের অপারেশন। তবে সিলউইয়া কখনো মনে করেননি গ্রেটারসনের সত্যিকার কোনো অপারেশন প্রয়োজন আছে। কারণ, তিনি কোনো কিছু মিস করছিলেন না। তবে গ্রেটারসনকে স্বপ্ন দেখান ওই ডাক্তার। তারা মিলে কয়েক বছর ধরে সুবিধামতো ডোনার খুঁজছিলেন। এসব প্রক্রিয়ায় জড়িত করা হয় প্রায় ৫০ জন মেডিকেল স্টাফকে। চারটি সার্জিক্যাল টিম যুক্ত করা হয়। তারা ডোনার এবং গ্রহীতার মধ্যে অঙ্গ সংগ্রহ করা এবং তা প্রতিস্থাপনের জন্য সময় সর্বনিম্নে নামিয়ে আনার চেষ্টা করেন।

শুক্রবার চিকিৎসকরা বলেছেন, প্রতিস্থাপনের পর বাম হাতের চেয়ে ডান হাত বেশি কার্যকর হয়েছে গ্রেটারসনের। বাম হাত কাঁধে যেখানে জোড়া দেয়া হয়েছে সেখানে আরো কাজ বাকি আছে। এখন পর্যন্ত গ্রেটারসন বড় ধরনের কোনো জটিলতার মুখোমুখি হননি। এখনো তিনি হাত ভালোভাবে নাড়াতে পারেননি। তবে আগের চেয়ে তার অবস্থা অনেকটা ভালো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আইসল্যান্ড

২৬ মার্চ, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ