Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আমিরাতে আফগানওয়াশ আয়ারল্যান্ড

রশিদে ম্লান স্টার্লিংয়ের সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৬ জানুয়ারি, ২০২১, ৯:৩৬ পিএম

রোমাঞ্চ ছড়ানো প্রথম ওয়ানডের জয়টি ছিল ১৬ রানে। তার পরই আয়ারল্যান্ডকে নিজেদের শক্তির প্রদর্শনীটা ভালোই দেখিয়েছে আফগানিস্তান। দ্বিতীয় ম্যাচে রেকর্ডগড়া ৭ উইকেটে জয়ের পর গতকাল রশিদ খানের দ্যুতিতে জিতেছে ৩৬ রানে।

আর তাতেই আরব আমিরাতের মাটিতে ওয়ানডে সিরিজে ‘সফরকারীদের’ হোয়াটওয়াশের লজ্জায় ডুবিয়েছে আসগর-রশিদরা। সেই সাথে আইসিসি ওয়ানডে সুপার লিগে সিরিজের গোটা ৩০ পয়েন্টও ঝুলিতে পুড়েছে ‘স্বাগতিকরা’।

গতকাল আফগানদের নিরপেক্ষ ভেন্যু আবু ধাবিতে সুপার লিগের ম্যাচে আগে ব্যাট করে ৯ উইকেটে ২৬৬ রান তোলে আফগানিস্তান।

ব্যাট হাতে সর্বোচ্চ ৪৮ রানের ইনিংস খেলেন রশিদ। এছাড়া আসগর ৪১ ও গুলবাদিন করেন ৩৬ রান। অভিজ্ঞ পল স্টার্লিংয়ের সেঞ্চুরিতে (১১৮) জবাবটা ভালোই দিচ্ছিল।

তবে রশিদের ঘূর্ণিতে শেষ রক্ষা হয়নি। বল হাতে এই স্পিন অলরাউন্ডারের মুন্সিয়ানা- ৯ ওভারে ২৯ রানে ৪ উইকেট। বাকিদের আসা-যাওয়ার মিছিলে ২৩০ রানে থামে আইরিশরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আন্তর্জাতিক ক্রিকেট

১০ সেপ্টেম্বর, ২০২১
১০ সেপ্টেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ