মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
১৯ দগ্ধ লাশ
ইনকিলাব ডেস্ক : মেক্সিকো-যুক্তরাষ্ট্র সীমান্তে ১৯ জনের দগ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। মেক্সিকোর তামাইলিপাস রাজ্য থেকে শনিবার তাদের লাশ উদ্ধার করা হয়। দেশটির পুলিশ জানায়, ক্যামারগো শহরের একটি রাস্তায় আগুনে পোড়া কনটেইনারের মধ্য থেকে দগ্ধ ওই লাশগুলো পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হয়, মাদককারবারিরা গুলি করে হত্যার পর তাদের লাশে আগুন ধরিয়ে দেয়। পুলিশ আরও মনে করছে, মেক্সিকোর বিভিন্ন স্থানে তাদের হত্যা করে এখানে এনে পোড়ানো হয়েছে। এ নিয়ে তদন্ত শুরু করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা। এএফপি।
সিউলে আশ্রয়
ইনকিলাব ডেস্ক : উত্তর কোরীয়ার রাষ্ট্রদ‚ত দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেছেন। কুয়েতে দায়িত্বরত উত্তর কোরিয়ার এ রাষ্ট্রদ‚ত পক্ষত্যাগ করে দক্ষিণ কোরিয়ায় তার পরিবারের সঙ্গে যোগ দিয়েছেন। ২০১৯ সালের সেপ্টেম্বরে রেউ হুয়ান-উ দক্ষিণ কোরিয়া পাড়ি জমান। তিনি সেখানে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন। কিন্তু এতদিন পর্যন্ত তার এই পক্ষত্যাগের খবর গোপনীয় ছিল। উত্তর কোরিয়ার কমিউনিস্ট সরকারের অধীন দরিদ্র ও নিপীড়নের ভয়ে ৩০ হাজার লোক দেশ ছেড়ে পালিয়েছেন। এএফপি।
পুনরায় প্রেসিডেন্ট
ইনকিলাব ডেস্ক : রোববার পর্তুগালের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে ক্ষমতাসীন পিএসডি দলের মার্সেলো রেবেলো পর্তুগালে পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। ৬০ দশমিক ৭০ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় মেয়াদে পর্তুগালের প্রেসিডেন্ট নির্বাচিত হন বর্তমান প্রেসিডেন্ট মার্সেলো রেবেলো ডি সুজা। ইতিহাসে প্রথম জরুরি অবস্থার মধ্যেও স্বাস্থ্যবিধি মেনে দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হলো প্রেসিডেন্ট নির্বাচন। পর্তুগিজদের পাশাপাশি তার বিজয়ে খুশি অভিবাসীরাও। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।