প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
হিন্দু ধর্মগুরু সত্য সাই বাবার জীবনী চলচ্চিত্র ‘ওম সত্য সাই বাবা’ ২৯ জানুয়ারি ভারতের সিনেমা হলগুলোতে মুক্তি পাবে। কেন্দ্রীয় ভূমিকায় গায়ক অনুপ জালোটাকে নিয়ে ফিল্মটি ভারতীয় চারটি ভাষায় মুক্তি পাচ্ছে। “আমার মনে হয় না সত্য সাই বাবার চেয়ে বড় কোনও স্টার আছে। এখন পর্যন্ত খুব বেশি ফিল্ম থিয়েটারে মুক্তি পায়নি। , আমাদের ফিল্মটি সারা ভারত ও বিশ্বে মুক্তি পেতে যাচ্ছে। আর মাত্র এক সপ্তাহ বাকি আছে। এতো মানুষ ফিল্মটি দেখার সুযোগ পাচ্ছে দেখে নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে।,” অনুপ বলেন। এর আগে ২২ জানুয়ারি ফিল্মটির মুক্তির তারিখ নির্ধারণ করা হয়েছিল। ইতোপূর্বে সাই বাবার সঙ্গে সরাসরি সাক্ষাত হবার কথা উল্লেখ করে গায়ক-অভিনেতা বলেন : “সত্য সাই বাবার সঙ্গে ৫৫ বছর আগে আমার প্রথম দেখা হয়েছিল। লখনৌতে সাক্ষাত কালে আমার বয়স ছিল মাত্র ১২। সেই সময় তিনি আমার বাবা আর আমার ভজন শুনেছিলেন আর আশীর্বাদ করেছিলেন। এর পর থেকে আমাদের যোগাযোগ বজায় ছিল। পুত্তপর্থিতে তার আশ্রমে তার আশ্রমে বেশ কয়েকবার দেখা হয়েছে। দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরু আর উটিতেও সাক্ষাত হয়েছে। আমি তাকে জানতাম বলে চরিত্রটির প্রতি আমি সুবিচার করতে পেরেছি বলে মনে করি। আমি তার অনুসারী ছিলাম বলে তিনি কিভাবে কথা বলতেন, বসতেন, হাঁটতেন এবং সবার সঙ্গে আলাপ করতেন তা আমার জানা আছে।” ভিকি রানাওয়াতের পরিচালনায় ফিল্মটিতে আরও অভিনয় করেছেন জ্যাকি শ্রফ, গোবিন্দ নামদেব, সাধিকা রান্দেভা, অরুণ বকশি এবং মুশতাক খান। সঙ্গীত পরিচালনা করছেন বাপ্পা লাহিড়ী। চিত্রনাট্য সচিন শর্মার।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।