Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিশ্বনাথন আনন্দের বায়োপিক নির্মাণ করবেন আনন্দ এল রাই

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২০ ডিসেম্বর, ২০২০, ১২:০১ এএম

বক্সার মেরি কোম, ক্রিকেটার এম এস ধোনির পর বায়োপিক ধারার ফিল্মে যোগ হচ্ছে ভারতের দাবা গ্র্যান্ড মাস্টার বিশ্বনাথন আনন্দের নাম। চলচ্চিত্রটি পরিচালনা করবেন আনন্দ এল রাই। অনির্ধারিত নামের এই চলচ্চিত্রটি যৌথভাবে প্রযোজনা করবে রাইয়ের কালার ইয়েলো প্রডাকশন্স এবং মহাবীর জৈনের সানডায়াল এন্টারটেইনমেন্ট। চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ টুইট করেছেন : “দাবার গ্র্যান্ডমাস্টার বিশ্বনাথন আনন্দের জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা চলছে- নাম ঠিক হয়নি- পরিচালনা করবেন আনন্দ এল রাই।” নির্মাতার পক্ষ থেকে এখনও ফিল্মটির আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়নি। প্রধান চরিত্রে কে অভিনয় করবে তা এখনও প্রকাশ করা হয়নি। আনন্দ এল রাই এখন সারা আলি খান, ধানুশ এবং অক্ষয় কুমারের অভিনয়ে ‘আটরঙ্গি’ ফিল্মের নির্দেশনা নিয়ে ব্যস্ত আছেন। রাইয়ের দীর্ঘদিনের নির্মাণ সঙ্গী হিমাংশু শর্মা ফিল্মটির কাহিনী লিখেছেন। দুই বছর আগে শাহরুখ খান এবং ক্যাটরিনা কাইফকে নিয়ে রাইয়ের শেষ ফিল্ম ‘ফ্যান’ মুক্তি পায়। তামিল নাড়ুর চেন্নাইয়ে জন্মগ্রহণকারী ৫১ বছর বয়সী বিশ্বনাথন আনন্দ ১৯৮৮ সালে গ্র্যান্ড মাস্টার টাইটেল লাভ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ