বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার নির্বাচনে নির্বাচন কমিশনের পঞ্চম ধাপের তফশীল অনুযায়ী মনোনয়নপত্র বিক্রয় শুরু হয়েছে। রোববার সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত মেয়র পদে ৩ জন, কাউন্সিলর (পুরুষ) পদে ২০ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৫ জন সহ মোট ২৮ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
এবারের নির্বাচনে অংশ নিতে রোববার মেয়র পদে মনোনয়নপত্র গ্রহনকারীরা হলেন, স্থানীয় আ’লীগের মনোনিত প্রার্থী বর্তমান মেয়র ও পৌর আ’লীগের সাংগাঠনিক সম্পাদক আশরাফুল আলম আশরাফ, আওয়ামী লীগের সমর্থিত সাবেক এমপি আব্দুল মান্নানের ভাই আব্দুর রশিদ খোকন ও বর্তমান স্থানীয় সাংসদ আনোয়ারুল আজিম আনারের ভাই এনামুল হক ইমান। এছাড়াও পৌরসভার ৯ টি ওয়ার্ড থেকে পুরুষ কাউন্সিলর পদে ১ নং ওয়ার্ডে তহিদুল ইসলাম, মোশারফ হোসেন ও জহুরুল ইসলাম। ২ নং ওয়ার্ডে ফাইজুর রহমান, রুবেল মিয়া ও হাফিজুর রহমান রুবেল। ৩ নং ওয়ার্ডে আমরাফুল ইসলাম। ৪ নং ওয়ার্ডে মশিয়ার রহমান ও শাহিনুর হোসেন। ৫ নং ওয়ার্ডে আলমগীর হোসেন। ৬ নং ওয়ার্ডে আনোয়ার হোসেন। ৭ নং ওয়ার্ডে মোক্তার হোসেন ও দেলোয়ার হোসেন। ৮ নং ওয়ার্ডে শাহিনুর ইসলাম, মেহেদি হাসান, দেলোয়ার হোসেন, রবিউল ইসলাম, আশাদুল ইসলাম ও আরিফুর ইসলাম। ৯ নং ওয়ার্ডে ফিরোজ আহমে¥দ। এছাড়াও মহিলা সংরক্ষিত ১ নং আসনে ছবি রাণী দেবনাথ ও রিতা বিশ^াস। ৩ নং সংরক্ষিত আসনে সৌদিয়া পারভিন, হেনা খাতুন ও সোহানা আক্তার মনোনয়নপত্র ক্রয় করেছেন ।
কালীগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার আলমগীর হোসেন জানান, কালীগঞ্জ পৌরসভা নির্বাচনের তফশিল ঘোষিত হয়েছে। তফশিল অনুয়ায়ী অদ্য ২৪ জানুয়ারী থেকে মনোনয়নপত্র বিতরন, ২রা ফেব্রয়ারী মনোনয়নপত্র দাখিল, ৪ ফেব্রয়ারী যাচাই বাছাই, ১১ই ফেব্রয়ারী প্রত্যাহার ও ২৮ ফেব্রয়ারী ভোট গ্রহন অনুষ্টিত হইবে। এ পৌরসভার মোট ভোটার সংখ্যা ৩৮ হাজার ৪ শত ৮৪ জন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।