Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বঙ্গোপসাগরে ট্রলার ডুবি, ৮ জেলে এখনো নিখোঁজ

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ২৪ জানুয়ারি, ২০২১, ৫:৩২ পিএম

সেন্টমার্টিনের অদূরে বঙ্গোপসাগরে ফিশিং ট্রলার ডুবির ঘটনায় দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান চলছে বলে জানা গেছে।

কোস্টগার্ড ও নৌবাহিনীর উদ্ধার জাহাজ এই উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। তাদের সাথে যুক্ত হয়েছে বিমান বাহিনীর হেলিকপ্টারও।

তবে এখনো পাওয়া যায়নি নিখোঁজ ৮ জেলেকে। কোস্টগার্ড জানায়, গতকাল সকালে ২৬ জন মাঝি নিয়ে সেন্টমার্টিনের দক্ষিণ-পশ্চিমে ‘এফভি যানযাবিল’ নামের ট্রলারটি ডুবে যায়।

কোস্টগার্ডের জাহাজ ‘শ্যামল বাংলা’ ও নৌবাহিনীর জাহাজ ‘সমুদ্র অভিযান’ উদ্ধারের কাজ শুরু করে। সময় জীবিত উদ্ধার হয় ১৪ জেলেকে। এছাড়াও পাওয়া যায় চারজনের লাশ।

জানা গেছে এক সপ্তাহ আগে চট্টগ্রামের কর্ণফুলী থেকে ট্রলার নিয়ে মাছ ধরার জন্য বেরিয়েছিলেন তারা।

ঘনকুয়াশা ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য দুর্ঘটনাটি ঘটেছে বলে ধারণা তাদের।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিখোঁজ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ