Inqilab Logo

মঙ্গলবার , ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১১ আশ্বিন ১৪৩০, ১০ রবিউল আউয়াল ১৪৪৫ হিজরী

ইনানী সৈকতে গোসল করতে নেমে ঢাকার আব্দুল্লাহ নামের এক ছাত্র নিখোঁজ

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ২০ জুলাই, ২০২২, ১:৪৮ পিএম

ইনানী সৈকতে গোসল করতে নেমে আবদুল্লাহ (১৬) নামের পর্যটক ছাত্র নিখোঁজ রয়েছে।

বুধবার (২০ জুলাই) সকালে সাড়ে ১১ টায় এ ঘটনা ঘটে। নিখোঁজ আবদুল্লাহ বাংলাদেশ
ইন্টারন্যাশনাল স্কুল থেকে এবার এস.এস.সি পরীক্ষার্থী। পিতা কর্নেল শহিদ সামরিক বাহিনীর ডাক্তার। বাসা মহাখালী ডিওএইচএস। তারা কক্সবাজার এসে সী-পার্ল বীচ রিসোর্টে উঠেছেন।

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছে।

তিনি বলেন, সকাল ১১ টার দিকে বে-ওয়াচ ও সী-পার্ল বীচ রিসোর্ট এন্ড স্পার মাঝামাঝি স্থানে আবদুল্লাহ, তার মা ও স্বজনরা একসাথে গোসল করতে সাগরে নামে। সবাই উঠে গেলেও আবদুল্লাহকে পাওয়া যাচ্ছিল না। সে ঢেউয়ের সাথে ডুবে যায়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে ট্যুরিস্ট পুলিশের
একটি টিম। ইতোমধ্যে ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও সী-সেইফের সদস্যরা ঘটনাস্থলে হাজির হয়। তারাও উদ্ধার তৎপরতা শুরু করে। স্থানীয়দের সহযোগিতায় উদ্ধারের কাজ চালিয়ে যাচ্ছে ট্যুরিস্ট পুলিশ ইনানী জোন।

নৌ-বাহিনীর একটি টিমও খুব শীঘ্রই যোগদান করবেন বলে জানান ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ