Inqilab Logo

মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯ আশ্বিন ১৪৩১, ২০ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

হাজীগঞ্জে নৌকা-ধানের শীষের সমানতালে প্রচারনা

চাঁদপুর থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ জানুয়ারি, ২০২১, ৪:২৩ পিএম

চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনে নৌকা ও ধানের শীষের সমানতালে চলছে প্রচারনা। আগামী ৩০ জানুয়ারি ভোট গ্রহন। সকাল ৮ টায় থেকে বিকেল ৪ টায় পর্যন্ত বিরতিহীন ভোট গ্রহন চলবে। এ লক্ষে ২৮ জানুয়ারি হাজীগঞ্জ মডেল পাইলট সরকারী হাই স্কুল এন্ড কলেজের হলরুমে প্রিজাডিং ২০ জন, সহকারী প্রিজাডিং ১২৮ জন ও পোলিং অফিসার ২৫৬ জন প্রশিক্ষনে অংশ নিবেন।
গত ১১ জানুয়ারি উপজেলা নির্বাচন কার্যালয় প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্ধ দেন জেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটানিং অফিসার মো. তোফায়েল আহম্মেদ। নৌকা-ধানের শীষের প্রার্থী ছাড়াও সংরক্ষিত নারী কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলর প্রার্থীদেরও প্রচারণা চলছে।
নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান মেয়র আ স ম মাহবুব-উল আলম লিপন ও ধানের শীষের মনোনীত প্রার্থী সাবেক মেয়র আ. মান্নান খান বাচ্চু প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবারের নির্বাচনে মেয়র পদে ২, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৫ ও সাধারণ কাউন্সিলর পদে ৫২ জন প্রার্থী ভোটে লড়ছেন।
সংরক্ষিত নারী কাউন্সিলর প্রাতীরা হলেন ১, ২ ও ৩নং ওয়ার্ডে কাজলী রাণী সরকার (চশমা) ও রোকেয়া বেগম (আনারস), ৪, ৫ ও ৬নং ওয়ার্ডে লুৎফুন্নাহার খানম (চশমা), সাহিদা বেগম (আনারস) ও মমতাজ বেগম মুক্তা (জবাফুল), ৭, ৮ ও ৯নং ওয়ার্ডে জোহরা বেগম (টেলিফোন), মিনু আক্তার (জবাফুল), সাবিনা ইয়াসমিন (আনারস), সারমিন সুলতানা (চশমা), রোকেয়া বেগম কেয়া (অটোরিক্সা), ফরিদা ইয়াসমিন (বলপেন), ১০, ১১ ও ১২নং ওয়ার্ডে রেজিয়া বেগম (জবাফুল), নাজমুন নাহার ঝুমুর (আনারস), বিবি হাওয়া (চশমা) ও জাহানারা বেগম (বলপেন)।
সাধারণ কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে সাংবাদিক মো. হাবিবুর রহমানের (ডালিম), মাঈনুদ্দিন মিয়াজীর (পাঞ্জাবী), আবু তাজের লিটন ভূঁইয়ার (ব্লাকবোর্ড), কাজী মামুনুর রশিদ মাসুদের (টেবিল ল্যাম্প), মো. জহিরুল হকের (উটপাখি), ২নং ওয়ার্ডে আলাউদ্দিন মুন্সীর (ডালিম), সাংবাদিক মো. শাখাওয়াত হোসেনের (পানির বোতল), রাধা কান্ত রাজুর (গাজর), নান্নু বেপারীর (উটপাখি), মো. রাকিবুল ইসলাম রিপনের (টেবিল ল্যাম্প), আবিদ মিয়ার (পাঞ্জাবী) ও নাসির উদ্দিনের (ব্লাকবোড), ৩নং ওয়ার্ডে রায়হানুর রহমান জনির (টেবিল ল্যাম্প), আব্দুল মোমেন খানের (ব্লাকবোর্ড), মোহাম্মদ হোসেনের (ডালিম), কামরুল ইসলাম খাঁনের (পানির বোতল), মহসিন ফারুক বাদলের (পাঞ্জাবী) ও জসিম উদ্দিন তপদারের (উটপাখি), ৪নং ওয়ার্ডে আজহারুল ইসলাম আলম বেপারীর (টেবিল ল্যাম্প), মো. মনির হোসেন সাগরের (পাঞ্জাবী), মো. তাজুল ইসলামের (উটপাখি), ৫নং ওয়ার্ডে রিটন চন্দ্র সাহা লিটনের (টেবিল ল্যাম্প), মো. আলাউদ্দিন চৌধুরীর (উটপাখি), মো. সুমন তপদারের (পাঞ্জাবী) ও কার্তিক সাহার (ডালিম), ৬নং ওয়ার্ডে মো. শাহ আলমের (উটপাখি), শাহাব উদদ্দিন সাবুর প্রতীক (ডালিম) ও রাসেল খানের (টেবিল ল্যাম্প), ৭নং ওয়ার্ডে এমরান হোসেন মুন্সীর (পাঞ্জাবী), মো. কাজী মনিরের (উটপাখি), ৮নং ওয়ার্ডে কাজী মুরাদ হোসেন মিরনের (পাঞ্জাবী), আলহাজ্ব কাজী কবির হোসেনের (ডালিম) ও মোবারক কাজীর (উটপাখি), ৯নং ওয়ার্ডে মো. আজাদ হোসেন মজুমদারের (উটপাখি), হাফেজ মো. মোস্তফা কামালের (পাঞ্জাবী), মো.শাহদাৎ হোসেন বাবুলের (ব্রিজ), সালেহ আহম্মেদ রানার (পানির বোতল), আইয়ুব আলী বেপারীর (ডালিম) ও জামাল হোসেনের (টেবিল ল্যাম্প), ১০নং ওয়ার্ডে খোরশেদ আলম ভুট্টোর (ডালিম), হাবিব-উন-নবী সোহেলের (পানির বোতল), সৈয়দ আব্দুর রাজ্জাকের (টেবিল ল্যাম্প), বিল্লাল হোসেনের (পাঞ্জাবী) ও ফজলুল হক মজুমদারের (উটপাখি), ১১নং ওয়ার্ডে মো. শুকু মিয়ার (বোতল), মুন্সী মোহাম্মদ মনিরের (পাঞ্জাবী), সাদেকুজ্জামান মুন্সীর (টেবিল ল্যাম্প), ও মো. হারুন অর রশিদের (উটপাখি), ১২নং ওয়ার্ডে নুরুল ইসলাম বেপারীর (পানির বোতল), শাহআলমের (উটপাখ) জহিরুল ইসলামের (পাঞ্জাবী) ও শুকু মিয়ার (ডালিম)।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পৌর নির্বাচন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ