মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
চীনা কোম্পানি বায়োটেকনোলজি ফার্ম ক্যানসিনো বায়োলজি পাকিস্তানকে ২ কোটি ডোজ করোনা ভ্যাকসিন দেয়ার প্রস্তাব দিয়েছে। এই বিষয়ে পাকিস্তানের কয়েকটি সংস্থার সঙ্গে আলোচনা চলছে ক্যানসিনোর। চুক্তি হলে জানুয়ারির শেষ সপ্তাহে পাকিস্তানে টিকা প্রয়োগ শুরু করতে পারে কোম্পানিটি। মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ এখবর জানিয়েছে। খবরে বলা হয়েছে, স্থানীয় কোম্পানি এজেএম ফার্মা লিমিটেডের সঙ্গে আলোচনা চলছে ক্যানসিনোর। সংস্থার টেকনিক্যাল অ্যাডভাইজার হাসান আব্বাস জাহির বলেছেন, পাকিস্তানের ওষুধ নিয়ন্ত্রকের কাছে প্রস্তাব দিয়েছে ক্যানসিনো বায়োফার্ম। প্রাথমিকভাবে ২ কোটি টিকার ডোজ তারা পাঠাতে পারে পাকিস্তানে। কম দামেই পাকিস্তানকে টিকা দিতে চায় চীন। পাকিস্তানে ক্যানসিনো বায়োফার্মের উদ্ভাবিত করোনা ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল হয়েছে। তৃতীয় স্তরের ট্রায়াল প্রায় শেষের দিকে। ক্যানসিনো জানিয়েছে, পাকিস্তান সরকারের অনুমোদন পেলে জরুরি ভিত্তিতে টিকা প্রয়োগ শুরু করা যাবে। পাকিস্তানে করোনার দ্বিতীয় ধাক্কা শুরু হয়েছে। দেশটিতে আক্রান্তের সংখ্যা পাঁচ লাখের বেশি। ক্যানসিনো জানিয়েছে, পাকিস্তানে এখনও অবধি প্রায় ১৮ হাজার জনের ওপর টিকার ট্রায়াল হয়েছে। পার্শ্বপ্রতিক্রিয়া খুব সামান্য। চীনের সামরিক হাসপাতালের সংক্রামক রোগ বিশেষজ্ঞ চেন ওয়েইয়ের দাবি, ক্যানসিনোর ভ্যাকসিন ক্যানডিডেটের তিন স্তরের ট্রায়ালেই ভালো ফল দেখা গেছে। তার মতে, এই ভ্যাকসিনের প্রভাবে শরীরে কোনও পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি। পাকিস্তান, রাশিয়া, আর্জেন্টিনা, মেক্সিকো ও চিলিতে ট্রায়াল চালিয়েছে ক্যানসিনো। ব্লুমবার্গ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।