Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লাইভে এসে কাদেরকে হুমকি দিলেন এমপি একরামুল, ভিডিও ভাইরাল

সোশ্যাল মিডিয়া ডেস্ক | প্রকাশের সময় : ২২ জানুয়ারি, ২০২১, ৪:০৬ পিএম

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে ফেসবুক লাইভে এসে হুমকি দিয়েছেন নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সাংসদ একরামুল করিম চৌধুরী। লাইভে আসার কয়েক মিনিটের মধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায় ভিডিওটি। পরে তার বক্তব্য নিয়ে প্রতিবাদ শুরু হলে তাৎক্ষণিক ফেসবুক আইডি থেকে তিনি ভিডিওটি সরিয়ে নেন।

এমপি একরামুল বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ১০ মিনিটে নিজের ভেরিফাইড ফেসবুক আইডি থেকে লাইভে আসেন। এসময় তিনি ওবায়দুল কাদরেকে ‘রাজাকার পরিবারের সদস্য’ মন্তব্য করে হুমকি দেন।

২৭ সেকেন্ডের ওই ভিডিও ক্লিপে তিনি বলেন, ‘দেশী মানুষ, আসসালামু আইলাইকুম। আজ আমি কথা বললে মির্জা কাদেরের বিরুদ্ধে কথা বলবো না, আমি কথা বলবো ওবায়দুল কাদেরের বিরুদ্ধে। একটা রাজাকার ফ্যামিলির লোক এই পর্যায়ে এসেছে। তার ভাই শাসন করতে পারে না। এগুলো নিয়ে আমি আগামী কয়েক দিনের মধ্যে আরো কথা বলবো।আমার যদি জেলা আওয়ামী লীগের কমিটি না আসে তাহলে আমি এটা নিয়ে শুরু করবো।’’

এদিকে ভাইরাল ভিডিওটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন অনেকে। ফেসবুক ব্যবহারকারী আলমগীর হোসাইন লিখেছেন, ‘‘অহেতুক যাকে তাকে রাজাকার বলা দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য করা উচিত।’’

আর আফশারী শেহান লিখেছেন, ‘‘খেলা হবে, জমে ওঠেছে মাঠ। আওয়ামী লীগের ভিতরে এখন খেলা হবে, দর্শক টিকিট ছাড়া মাঠে খেলা দেখতে পারবেন। ফেসবুকের সঙ্গে থাকুন।’’

উল্লেখ্য, গত ১৬ জানুয়ারি বসুরহাট পৌরসভা নির্বাচনের আগে আওয়ামী লীগ প্রার্থী এবং ওবায়েদুল কাদেরের ছোট ভাই আবদুল কাদের মির্জা সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীসহ নিজ দলের একাধিক সংসদ সদস্য, মন্ত্রী, কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে অনিয়ম, টেন্ডারবাজি, নিয়োগ বাণিজ্যের অভিযোগ করেছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সোশ্যাল মিডিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ