বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
খাগড়াছড়ি জেলার রামগড়ে সড়ক দুর্ঘটনায় রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র রেম্রাচাই মারমা( ১৬) নিহত হয়েছে।
গত ২১ জানুয়ারি বিকালে এক সহপাঠীসহ শিক্ষকের সাথে দেখা করতে যাওয়ার পথে রামগড় বাজারের প্রধান সড়কের হিলভিউ দোকানের সামনে খাগড়াছড়ি গামী শান্তি পরিবহন (চট্টমেট্রো ব-১৪-১৪৩১) পিছন থেকে এসে ধাক্কা দিলে দুর্ঘটনা ঘটে। স্থানীয় লোকজন আহত ছাত্রকে রামগড় স্বাস্থ্য কমপ্লেক্সে দ্রুতনিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ফেনী জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
যানা গেছে-নিহত রেম্রাচাই মারমা রামগড় পৌরসভার ৯ নং ওয়ার্ডের দারোগাপাড়া নিবাসী মংসানাই মার্মার সন্তান। নিহতের অসহায় পিতা প্রতিদিন অন্যের দিনমজুর কাজ করে পরিবার চালাতেন। অন্যের জমিতে ঘর বানিয়ে কোন রকম থাকতেন পরিবারের সদস্যদের নিয়ে। সংসারে ৬ জন ছেলে মেয়ের মধ্যে বড় ছেলে মাস্টার্স ডিগ্রী শেষ করে পিতাকে সহযোগিতা করে যাচ্ছেন। অপর চার ভাই বোনের মধ্যে তিন ভাইবোন রামগড় কলেজে ডিগ্রীতে অধ্যায়নরত। আর রেম্রাচাই দশম শ্রেণীতে অধ্যায়নরত ছিলো। আরেক জন শিশু।
কষ্টের সংসারে কোনদিন অভাব বোধ করেনি। সুখে দুঃখে ছেলে মেয়েদের পড়াশুনা চালিয়ে গেছেন। পরিবার সূত্রে জানা গেছে আজ ২২ জানুয়ারি বিকালে দারোগা পাড়া মহাশশ্মানে নিহত রেম্রাচাই এর অন্তোষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।