মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিওএইচও) বলেছে, ভ্যাকসিন পাওয়া নিয়ে কেউ আতঙ্কিত হবেন না। যারা ভ্যাকসিন পেতে চাচ্ছেন তাদের প্রত্যেকেই পাবেন। সংস্থাটির সহকারী মহাসচিব মারিয়েঙ্গালা সিমাও বুধবার বলেছেন, বিশ্ব জুড়ে করোনা ভাইরাসের ভ্যাকসিন নিশ্চিত করতে জাতিসঙ্ঘের স্বাস্থ্য সংস্থা কাজ করে যাচ্ছে। তিনি আরো বলেন, কারোরই আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। কারণ আপনি ভ্যাকসিন পেতে যাচ্ছেন। ডব্লিওএইচওর সামাজিক যোগাযোগ মাধ্যমের লাইভে তিনি আরো বলেন, বিশ্বের সব দেশের জনগণ যাতে ভ্যাকসিন পায় সে লক্ষ্যে আমরা কঠোর পরিশ্রম করে যাচ্ছি। সিমাও বলেন, বিশ্বের প্রায় ৫০টি দেশে ভ্যাকসিন দেয়ার কাজ শুরু হয়েছে। এরমধ্যে ৪০ টিরও বেশি উচ্চ আয়ের দেশ। ডবিøওএইচও কোভ্যাক্সেও মাধ্যমে বিশ্বজুড়ে ভ্যাকসিন সরবরাহের উদ্যোগ নিয়েছে। এ জন্যে তারা পাঁচটি ভ্যাকসিন প্রস্তুতকারী কোম্পানীর সাথে দুই শ’ কোটি ডোজ পাওয়ার চুক্তি করেছে। চলতি বছরের শেষ নাগাদ অংশগ্রহণকারী প্রতিটি দেশের ২০ শতাংশ লোককে তারা ভ্যাকসিনের আওতায় নিয়ে আসবে। সিমাও বলেন, আমরা আশা করছি ফেব্রয়ারির শেষ নাগাদ দেশগুলোতে ভ্যাকসিনের প্রথম ডোজ সরবরাহ সম্ভব হবে। অপরদিকে, যুক্তরাজ্যে শনাক্ত হওয়া করোনার নতুন রূপটি অত্যন্ত ৬০টি দেশে পাওয়া গেছে। বুধবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ তথ্য জানিয়েছে। বিশ্বে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ২০ লাখ ছাড়িয়েছে। দ্রæত সংক্রমণ ঘটানো ভাইরাসের নতুন রূপটি এই মুহ‚র্তে অনেক দেশের জন্য উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা তাদের সাপ্তাহিক প্রতিবেদনে জানিয়েছে, গত সপ্তাহে করোনার নতুন রূপটি ৫০টি দেশে পাওয়া গিয়েছিল। এক সপ্তাহের ব্যবধানে দেশের সংখ্যা ১০টি বেড়েছে। দক্ষিণ আফ্রিকায় পাওয়া ৫০১ওয়াই.ভি২ রূপটি যুক্তরাজ্যে শনাক্ত হওয়া রূপটির মতোই, যেটি আরও বেশি সংক্রামক। তবে এটি এখনও প্রাণঘাতি বলে প্রমাণিত হয়নি। এই রূপটি ২৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। এতে আরও জানানো হয়েছে, গত সাত দিনে বিশ্বে করোনায় মারা গেছে ৯৩ হাজারের বেশি মানুষ। আর আক্রান্ত হয়েছে ৪৭ লাখ। এএফপি, রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।