গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
ভারত সরকারের উপহার হিসেবে পাঠানো ২০ লাখ ডোজ করোনার টিকা তেজগাঁওয়ের ইপিআই স্টোরে এসে পৌঁছেছে। এখানেই সংরক্ষণ করা হবে এ টিকা। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুর ১টা ৮ মিনিটের দিকে ভারতের উপহার দেয়া এই টিকা তেজগাঁওয়ের ইপিআই স্টোরে এসে পৌঁছে।
এর আগে করোনার এই টিকা নিয়ে এয়ার ইন্ডিয়ার বিশেষ ফ্লাইটে সকাল ৮টায় মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা দেয়। বেলা ১১টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় টিকার প্রথম চালান নিয়ে আসা এয়ার ইন্ডিয়ার বিশেষ ফ্লাইট।
ইপিআই স্টোরের সামনে টিকা বহন করা দুটি ট্রাক আসার পর ইপিআই’র প্রোগ্রাম ম্যানেজার ডা. মওলা বক্স জানান, আমাদের এখানে ২০ লাখ টিকার সব সংরক্ষণ করা যাবে। যতদিন টিকা বিতরণ করা না হবে ততদিন এখানে টিকা সংরক্ষণ করা হবে। আমরা আশা করছি, এক মাসের মধ্যে সব বিতরণ করা হয়ে যাবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।