Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রথম ডোজ টিকা পেয়েছে ৫ কোটি মানুষ

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১০ নভেম্বর, ২০২১, ১১:৫৮ পিএম

করোনাভাইরাস প্রতিরোধে সারাদেশে এখন পর্যন্ত প্রথম ডোজ ৫ কোটি ১ লাখ ৫১ হাজার ৪৪৭ জনকে দেওয়া হয়েছে। দ্বিতীয় ডোজ পেয়েছেন ৩ কোটি ২২ লাখ ৫৯ হাজার ৭০৫ জন। অর্থাৎ ৮ কোটি ২৪ লাখ ১১ হাজার ১৫২ ডোজ টিকা দেওয়া শেষ হয়েছে।

বুধবার (১০ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো টিকাদানবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

বুধবার (১০ নভেম্বর) সারাদেশে ১৩ লাখ ৩৩ হাজার ১৭৫ ডোজ টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে প্রথম ডোজ দেওয়া হয়েছে ১০ লাখ ৩৬ হাজার ৯৮৫ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ২ লাখ ৯৬ হাজার ১৯০ জনকে।

এগুলো দেওয়া হয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, ফাইজার এবং মডার্নর টিকা।

এ ছাড়া এখন পর্যন্ত সারা দেশে টিকার জন্য নিবন্ধন করেছেন ৬ কোটি ৫৫ লাখ ৯২ হাজার ৬৭২ জন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা ভ্যাকসিন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ