বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নড়াইল পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থীর প্রচার মিছিলে হামলা ও নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। আগামী ৩০ জানুয়ারী অনুষ্ঠিতব্য নির্বাচনে মেয়র প্রার্থী নৌকা প্রতীকের আঞ্জুমান আরা বলেন, মঙ্গলবার গভীর রাতে পৌর এলাকার আদালতপুর ও ডুমুরতলা নির্বাচনী অফিসে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়।
আগুনে দু’টি অফিসের চেয়ার-টেবিল, ব্যানার ও পোস্টার পুড়ে গেছে। একইসাথে তার প্রচার মিছিলে হামলার অভিযোগ করে আঞ্জুমান আরার মেয়ে সঞ্চিতা আহম্মেদ বাদী হয়ে ৬০ জনের নামে মামলা করেছেন। ইতিমধ্যে পুলিশ অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেফতারও করেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।