রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
কাপ্তাই-চট্টগ্রাম সড়কে ঝুঁকিপূর্ণভাবে চলছে পরিবহন। কাপ্তাই বালুচর প্রশান্তি পার্কের পাশে স্টিলের লোহার ঝুলন্ত ব্রিজটির দু’পাশে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। যার কারণে যানচলাচলে প্রতিনিয়ত বিপদের সম্মুখীন হচ্ছে চালক যাত্রীরা।
জানা যায়, স্টিল ব্রিজ ভাঙনের ফলে ইতোমধ্যে কাপ্তাই-চট্টগ্রামের অনেক যানচলাচল করতে গিয়ে গাড়ির চাকা ভেঙে চাকা পানচারসহ বিভিন্ন ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত বাসচালক রহমান, ট্রাক চালক পলাশ, সিএনজি চালক করিম ও বাইকচালক তরিল উল্লাহ এ প্রতিবেদককে বলেন, আমরা গাড়ি চালাতে গিয়ে অনেক ঝুঁকির মধ্যে পড়তে হয়। এমনকি বিভিন্ন সময় চাকাপনচারসহ বিভিন্ন ক্ষতিগ্রস্ত হয়েছি। এ মহাসড়ক দিয়ে প্রতিনিয়ত কোটি কোটি টাকার গাছ, বাঁশসহ কাঁচা মালামাল বিভিন্ন জেলায় পরিবহন করছে। তারা আরো বলেন, ক্ষতিগ্রস্ত প্লেট দুটিকে তুলে নতুনভাবে তা স্থাপন করা হলে যানচলাচলের সকলের সুবিধা হতো। তা করা না হলে আরো বড় ধরনের সমস্যার সম্মুখীন হবে বলে পরিবহন চালকরা বলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।