Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শহীদ জিয়ার জন্মবার্ষিকীতে বিএনপি নেতা বকুলের শীতবস্ত্র বিতরণ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৯ জানুয়ারি, ২০২১, ৮:০৭ পিএম

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী উপলক্ষে খুলনায় দেড় শতাধিক দুস্থ, অসহায়, ছিন্নমূল ও বাস্তহারা মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৩ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল।

মঙ্গলবার দুপুর ২টায় খুলনা মহানগরীর অন্তর্গত খালিশপুর থানার ১০নং ওয়ার্ডের নয়াবাটি মোড়ে সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা ও তরুণ উদীয়মান বিএনপি নেতা আলহাজ্ব রকিবুল ইসলাম বকুলের সার্বিক সহযোগিতায় এবং সাবেক ছাত্রদল নেতৃবৃন্দ সমন্বয় পরিষদের ব্যবস্থাপনায় সমগ্র ওয়ার্ডের দুস্থ, অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে দেড় শতাধিক কম্বল বিতরণ করা হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেনঃ খুলনা মহানগর বিএনপির অন্যতম সহ সভাপতি স ম আব্দুর রহমান।

সাবেক ছাত্রদল নেতৃবৃন্দ সমন্বয় পরিষদ নেতা আরিফ ইমতিয়াজ খান তুহিনের সভাপতিত্বে উক্ত শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, খুলনা মহানগর বিএনপি নেতাঃ শেখ জাহিদুল ইসলাম, শাহিনুল ইসলাম পাখি, আবুল কালাম জিয়া, বিপ্লবুর রহমান কুদ্দুস, শেখ সাদী, মুরশিদ কামাল, শেখ ইমাম হোসেন, কাজী আব্দুল লতিফ প্রমুখ।

সাবেক ছাত্রদল নেতৃবৃন্দ সমন্বয় পরিষদের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেনঃ সাবেক ছাত্রদল নেতা রুবায়েত হোসেন বাবু, সুলতান মাহমুদ, নুরুজ্জামান নিশাত, আজম সারোয়ার, শেখ আসাদুজ্জামান, মোঃ ফজলে রাব্বী, ইঞ্জিঃ নুরুল ইসলাম বাচ্চু, ইঞ্জিঃ মাহতাবুর রহমান, সাইদ দিদার, জাকারিয়া মিন্টু, ইঞ্জি, আহসানুল কবির মিঠু, ইঞ্জিঃ মাসুম মাহমুদ, এমদাদ হোসেন, রফিকুল ইসলাম, কাজী লুতফর রহমান মুকুল, মোঃ শাহ আলম সাজু, মোঃ রাসেল প্রমুখ।


যুবদল নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেনঃ কাজী নেহিবুল হাসান নেহিম, মেহেদী মাসুদ সেন্টু, সাইফুল ইসলাম সান্টু, নাজমুল হোসেন বাবু, খায়রুজ্জামান শামীম, সামাদ বিশ্বাস, ময়নুদ্দিন নয়ন, গোলাম মোস্তফা, সোহেল চৌধুরী, ইমরান হোসেন মহসিন, সাকিবুল ইসলাম, রবিউল সাগর, শিশির, রাব্বি, সিফাত প্রমুখ।

স্বেচ্ছাসেবক দল নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেনঃ ইউসুফ মোল্লা, সিরাজুল ইসলাম, মনিরুজ্জামান মিন্টু, আলাউদ্দিন তালুকদার, আল আমিন হাওলাদার, রফিকুল ইসলাম বাবু, আয়ুব সিদ্দিকী মিলন, সিদ্দিক মুন্সী, এম এম আর জয় প্রমুখ।

ছাত্রদল নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেনঃ সত্যানন্দ দত্ত, আল মামুন সরদার, হেদায়েতুল্লাহ দীপু, মফিজুর রহমান, কাজী সালমান মেহেদী, মোঃ লিটন, ইমরান সালেহ সিফাত, মিরাজ হোসেন মানিক, সাইদুজ্জামান জুয়েল, মোঃ হানিফ আকাশ, রাব্বি রহমান, অপূর্ব প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খুলনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ