গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে শেরেবাংলা নগরে জিয়ার মাজারে পুষ্পার্ঘ অর্পণ করেছে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)। মঙ্গলবার (১৯ জানুয়ারি) সকালে জেডআরএফের নেতৃবৃন্দ শেরেবাংলা নগরে জিয়ার মাজার প্রাঙ্গণে সমবেত হন। পরে তারা পুষ্পার্ঘ অর্পণ ও ফাতিহা পাঠ করে বিশেষ মুনাজাত করেন। এ সময় জিয়ার রুহের মাগফিরাত কামনা ও দেশের সমৃদ্ধির জন্য দোয়া করা হয়।
জিয়ার মাজারে পুষ্পার্ঘ অর্পণকালে উপস্থিত ছিলেন- জিয়াউর রহমান ফাউন্ডেশন কর্তৃক জিয়ার জন্মবার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, সদস্য সচিব ডা. সরকার মাহবুব আহমেদ শামীম, জেডআরএফের প্রকৌশলী মাহবুব আলম, অধ্যাপক ড. আবুল হাসনাত মো. শামীম, কৃষিবিদ শামীমুর রহমান শামীম, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।