বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন ব্রুনেই দারুসসালামের সুলতান হাসানাল বলকিয়াহ ।
শানবার বিকেল সাড়ে তিন টাকার দিকে তিনি সড়ক পথে সাভার জাতীয় স্মৃতিসৌধে এসে পৌঁছেন। এসময় তিনি স্মৃতিসৌধের মুল বেদীতে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ও এক মিনিট নিরাবতা পালন করবেন। শ্রদ্ধা নিবেদনের সময় তাকে দেওয়া হয় তিন বাহিনীর সুসজ্জিত গার্ড অব অনার।
গণপূর্ত অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান বলেন, শ্রদ্ধা নিবেদন শেষে ব্রুনেই দারুসসালামের সুলতান হাসানাল বলকিয়াহ স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন ও ‘সোনালু’ গাছের চারা রোপন করেন। পরে বিকাল ৪টার দিকে তিনি সড়ক পথে ঢাকার উদ্দেশ্যে রওনা করেন।
এদিকে সাভার জাতীয় স্মৃতিসৌধে ব্রুনেই দারুসসালামের সুলতানের আগমন উলক্ষে ঢাকা-আরিচা মহাড়কসহ স্মৃতিসৌধ এলাকায় নেয়া হয়েছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
প্রসঙ্গত; শনিবার বেলা আড়াইটার দিকে তিন দিনের সফরে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় ব্রুনেই দারুসসালামের সুলতান হাসানাল বলকিয়াহ বহনকারী বিশেষ বিমান। বিমানবন্দরে তাকে স্বাগত জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
বিমান থেকে নামার সময়ে ২১বার তোপধ্বনি দেওয়া হয় সুলতানের সম্মানে, যিনি ব্রুনেইয়ের সরকার প্রধানের দায়িত্বেও রয়েছেন। এরপর সুলতান হাসানাল বলকিয়াহকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান রাষ্ট্রপ্রধান আবদুল হামিদ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।