নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন বন্ধ ছিল দেশের সব ধরনের ক্রিকেট। গত বছরের নভেম্বরে ঘরোয়া ক্রিকেট ফেরানো বাংলাদেশ এখন আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার অপেক্ষায়। আগামীকাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডে দিয়ে দীর্ঘ ১০ মাস পরে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে বাংলাদেশ। দেশে আন্তর্জাতিক ক্রিকেট ফিরলেও করোনার প্রটোকল মেনেই সব আয়োজন করতে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে(বিসিবি)।
করোনা মহামারির কঠিন এই অবস্থায় সবার দৃষ্টি ভ্যাকসিনের দিকে। সেরাম ইনস্টিটিউট আগামী ২৫-২৬ জানুয়ারির মধ্যে বাংলাদেশে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাস ভ্যাকসিন রফতানি করবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এর কিছুদিন পর ভ্যাকসিন দেওয়া শুরু হবে। ভ্যাকসিন প্রয়োগের ক্ষেত্রে দেশের সব পর্যায়ের ক্রিকেটারদের অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। তিনি জানান, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ভ্যাকসিন প্রয়োগে ক্রিকেটারদের অগ্রাধিকারের বিষয়ে আশ্বাস দিয়েছেন।
ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে ক্রিকেটাররা অগ্রাধিকার পেলে দ্রুতই ঘরোয়া ক্রিকেট শুরু করা যাবে বলে মনে করেন জালাল ইউনুস। গতকাল গুলশানে টিভি স্বত্ব ঘোষণার অনুষ্ঠানে তিনি বলেন, ‘অবশ্যই এটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ বিষয়। ঘরোয়া ক্রিকেট শুরুর ক্ষেত্রে ভ্যাকসিনেশনের একটা সম্পর্ক আছে। আমাদের সভাপতি বলেছেন, উনি সর্বাত্মক চেষ্টা করবেন সরকারের সঙ্গে কথা বলে ব্যবস্থা করার।’
তিনি আরও বলেন, ‘এমনকি আমাদের মাননীয় ক্রীড়া প্রতিমন্ত্রীও বলেছেন যে, খেলোয়াড়দেরকে অগ্রাধিকার দেওয়া হবে ভ্যাকসিনের ব্যাপারে। ভ্যাকসিনের প্রয়োগ যদি শুরু হয়ে যায় আর এর মধ্যে আমরা যদি খেলোয়াড়দের অগ্রাধিকারের বিষয়টি নিশ্চিত করতে পারি, তাহলেই খেলা শুরু করব । আমরা তো চাই-ই আমাদের খেলা শুরু হোক।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।