Inqilab Logo

বুধবার, ১৫ মে ২০২৪, ০১ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৬ জিলক্বদ ১৪৪৫ হিজরী

কেন্দুয়া পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ প্রার্থী বেসরকারি ভাবে নির্বাচিত

নেত্রকোনা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ জানুয়ারি, ২০২১, ৮:২৪ পিএম

দ্বিতীয় ধাপে পৌর নির্বাচনে নেত্রকোনা জেলার কেন্দুয়া পৌরসভায় আওয়ামীলীগ মনোনীত প্রার্থী কেন্দুয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বর্তমান মেয়র আসাদুল হক ভূঁইয়া ৯ হাজার ১ শত ৭৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

শনিবার নেত্রকোনা জেলার কেন্দুয়া পৌরসভার নির্বাচন ইভিএম-এর মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে মেয়র পদে ২ জন, সাধারণ কাউন্সিলর পদে ৩৪ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

রিটার্নিং অফিসার আব্দুল লতিফ শেখ জানান, কেন্দুয়া পৌরসভার মোট ভোটার হচ্ছে ১৬ হাজার ২ শত ৫৬ জন। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১৬ হাজার ২ শত ৫৬ জন ভোটারের মধ্যে ১১ হাজার ৪ শত ৩২জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী কেন্দুয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বর্তমান মেয়র আসাদুল হক ভূঁইয়া নৌকা প্রতীক নিয়ে ৯ হাজার ১ শত ৭৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী কেন্দুয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ২ শত ৫৬ ভোট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নেত্রকোনা

২৬ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ