বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বহুল আলোচিত নোয়াখালীর বসুরহাট পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী (নৌকা মার্কা) আবদুল কাদের মির্জা ১০ হাজার ৮৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। আবদুল কাদের মির্জা বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই।
তার নিকটতম প্রতিদ্বন্ধী বিএনপি মনোনীত প্রার্থী (ধানের শীষ) কামাল উদ্দিন চৌধুরী পেয়েছেন ১ হাজার ৭৭৮ভোট এবং জামায়াত সমর্থিত স্বতন্ত্র প্রার্থী (মোবাইল ফোন) মোশারফ হোসেন পেয়েছেন ১ হাজার ৪৫ ভোট।
সকাল থেকে ৯টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। পুলিশ ও র্যাবসহ বিভিন্ন বাহিনীর সদস্যরা তৎপর ছিল। ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল টিমগুলো প্রতিটি কেন্দ্রে পরিদর্শন করেন।
উল্লেখ্য, নির্বাচনী সভাগুলোতে আবদুল কাদের মির্জার বিভিন্ন বক্তব্যে তোলপাড় শুরু হয়। এক কথায় সারাদেশে তিনি আলোচনার বস্তুতে পরিণত হন। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমেও বক্তব্য ভাইরাল হয়। অনেকে তার বক্তব্যের প্রশংসা করেন আবার কেউ কেউ সমালাচনাও করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।