Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাহরাইনে সরকারবিরোধীদের ওপর চলছে নির্যাতনের স্টিম রোলার : হিউম্যান রাইটস ওয়াচ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ জানুয়ারি, ২০২১, ৭:১৪ পিএম

বাহরাইনে সরকারবিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের ওপর নির্যাতনের স্টিম রোলার চালানোর নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ।

২০২০ সালের মানবাধিকার পরিস্থিতি সংক্রান্ত বার্ষিক প্রতিবেদনে সংগঠনটি বলেছে, দেশটিতে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার অধিকারও কেড়ে নেয়া হয়েছে এবং অব্যাহতভাবে মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে।

গত বছরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তৎপরতার কারণে অনেকের বিচার করা হয়েছে। সেখানে মৃত্যুদণ্ডের ঘটনাও বেড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অন্তত ২৬ জন কারাবন্দির মৃত্যুদণ্ড অদূর ভবিষ্যতেই কার্যকর করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, বাহরাইন সরকার ভিন্নমত ঠেকাতে সব ধরনের সরঞ্জাম ব্যবহার করছে।

কারাবন্দিদের উপযুক্ত চিকিৎসা না দেয়ারও অনেক অভিযোগ রয়েছে। রাজতান্ত্রিক দেশ হিসেবে বাহরাইনের আল-খলিফা রাজপরিবার সরকারবিরোধী যেকোনো তৎপরতাকে কঠোর হাতে দমন করে আসছে। সূত্র : পার্সটুডে



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাহরাইন

১৪ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ