মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো (ডিআরসি) এর পূর্ব অংশের একটি গ্রামে বিদ্রোহীরা হামলায় ৪৬ বেসামরিক নিহতের খবর পাওয়া গেছে বলে জানিয়েছেন দেশটির এক কর্মকর্তা। গতকাল বৃহস্পতিবার ইতুরু প্রদেশের ইরুমু অঞ্চলের একটি গ্রামে ওই হামলা হয় বলে স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ঘটনাস্থলে স্থানীয় নিরাপত্তা বাহিনীর সদস্যদের পাঠানো হয়েছে বলে টেলিফোনে জানিয়েছেন প্রাদেশিক স্বরাষ্ট্রমন্ত্রী আজিও গিদি। “বিকাল পর্যন্ত ৪৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে,” বলেছেন তিনি। হামলার পেছনে অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্সেস (এডিএফ) আছে বলেও সন্দেহ করছেন গিদি।
উগান্ডার এ সশস্ত্র দলটিই কঙ্গোর পূর্বাঞ্চলে ধারাবাহিক গণহত্যা চালাচ্ছে বলে অভিযোগ রয়েছে; ২০১৯ সালের শুরু থেকে এখন পর্যন্ত তাদের হাতে এক হাজারের বেশি সাধারণ মানুষ নিহত হয়েছে বলে এ সংক্রান্ত জাতিসংঘের এক হিসাবে দেখা যাচ্ছে।
ডিআর কঙ্গোর পূর্বাঞ্চলীয় সীমান্তে অবস্থিত তিনটি দেশ উগান্ডা, রুয়ান্ডা ও বুরুন্ডিতে শতাধিক সশস্ত্র গোষ্ঠী সক্রিয়।
গত রোববার কঙ্গোর পূর্বাঞ্চলে ভিরুঙ্গা ন্যাশনাল পার্কে অতর্কিত হামলায় অন্তত ৬ রেঞ্জার্স নিহত হয় বলে জানিয়েছে রয়টার্স। হামলাকারীদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। ভিরুঙ্গা ন্যাশনাল পার্কটি বিপন্ন পাহাড়ি গরিলাদের অভয়ারণ্য হিসেবে সুপরিচিত।
ওই অঞ্চলে এডিএফের একাধিক হামলার পর জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) সেসব হামলার দায় স্বীকার করেছিল। জাতিসংঘের বিশেষজ্ঞরা অবশ্য এই দুই পক্ষের মধ্যে সরাসরি কোনো সংযোগ আছে কিনা তা নিশ্চিত হতে পারেননি। সূত্র : রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।