মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
পিয়ংইয়ংয়ে অনুষ্ঠিতব্য সামরিক কুচকাওয়াজ নিয়ে নজরদারি করায় সিউলের কর্মকর্তাদের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং। এক বিবৃতিতে কিম ইয়ো জং বলেন, দক্ষিণের কর্মকর্তারা কাণ্ডজ্ঞানহীন। তারা বোকা, তাদের বোঝা বেশ কঠিন। খবর এনডিটিভির। সামবার দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী জানায়, তারা জানতে পেরেছে- উত্তর কোরিয়ার ক্ষমতাসীন দল সামরিক কুচকাওয়াজের আয়োজন করেছে। পিয়ংইয়ংয়ে কিম ইল সাং স্কয়ারে স্থানীয় সময় সোমবার রাতে এই কুচকাওয়াজ হবে। দক্ষিণ কোরিয়া বলেছে– তারা এই কুচকাওয়াজের ওপর নজরদারি চালাচ্ছে। এটি আসল কুচকাওয়াজ হতে পারে অথবা কুচকাওয়াজের মহড়া হতে পারে। দক্ষিণ কোরিয়ার এমন ঘোষণায় খেপে গেছেন কিম জং উনের বোন ও উপদেষ্টা কিম ইয়ো জং। তিনি দক্ষিণ কোরিয়ার আচরণকে কাণ্ডজ্ঞানহীন বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, দক্ষিণের এই আচরণ সহিংস। উনের বোন কুচকাওয়াজের সময় নিশ্চিত করে বলেন, আমরা রাজধানীতে কেবল সামরিক কুচকাওয়াজের আয়োজন করেছি। কাউকে লক্ষ্যবস্তু করে কুচকাওয়াজ হচ্ছে না। দক্ষিণের প্রেসিডেন্ট মুন জায়ে ইন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে আলোচনার উদ্যোগ নেন। তবে উত্তর কোরিয়া বরাবরই বলেছে– এ আলোচনায় তাদের আগ্রহ নেই। গত সোমবার উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দেশটির ক্ষমতাসীন দল ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এর আগে দলটির চেয়ারম্যান ছিলেন কিম জং উন। এনডিটিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।