বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গোপালগঞ্জে পিক-আপের ধাক্কায় জরিনা বেগম (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। এ সময় পিকআপ চালক ও হেলপার মারাত্নক আহত হন।
আজ বুধবার বিকাল পৌনে ৪ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুর গ্রামের নিমতলা নামকস্থানে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে।
নিহত জরিনা বেগম গোপালগঞ্জ সদর উপজেলার জগারচর গ্রামের মৃত মোঃ ইনু খানের স্ত্রী।
গোপালগঞ্জ সদর থানার এসঅই মোঃ সাইফুল ইসলাম জানান, হরিদাসপুর গ্রামে জামাতা আলম শেখের বাড়ি বেড়ানো শেষে বুধবার বিকেলে জরিনা বেগম জগারচর গ্রামের নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। জামাতা বাড়ি থেকে বেড়িয়ে নিমতলা নামকস্থানে রাস্তা পারা-পারের সময় দ্রæতগামী একটি পিকআপ তাকে ধাক্কা দিলে তিনি ঘটনা স্থলেই নিহত হন। পিআপটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পার্শ্ববর্তী গাছের সাথে ধাক্কা খেলে পিক-আপের চালক ও হেলপার মারাতœক আহত হয়। তাদের উদ্ধার করে সংকট জনক অবস্থায় গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। জরিনা বেগমের লাশ আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই পরিবারের সদস্যদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।