বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নাটোরের সিংড়া পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৩০জানুয়ারী। প্রতিক বরাদ্দ পেয়ে মেয়র ও কাউন্সিল প্রার্থীরা কোমর বেঁধে মাঠে নেমে পড়েছেন। আ’লীগ ও বিএনপি এবং কাউন্সিল প্রার্থীরা ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে কোরজর মিনতি করে ভোট চাইছেন। নৌকার জোয়ারের পক্ষে ১২জানুয়ারী (মঙ্গলবার) প্রচারণায় অংশ নেয় কয়েক শতাধিক শিক্ষার্থী। আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী আলহাজ্ব জান্নাতুল ফেরদৌস সকাল থেকে গভীর রাত পৌর এলাকার ১২টি ওয়ার্ডে ছুঠে চলছেন। পিছিয়ে নেই বিএনপির মেয়র প্রার্থী মো. তাইজুল ইসলামও। দলীয় নেতাকর্মি ছাড়া সাধারণ মানুষ তার পক্ষে এখুনি মুখ খুলছেন না।
তবে কাউন্সিল প্রার্থীদের পক্ষে প্রচারণায় সাধারণ মানুষ ঝাপিয়ে পড়েছেন। বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা এবার ভোটার উপস্থিতি কম হতে পারে। তবে যারা ভোট দিতে ভোট কেন্দ্রে যাবেন,তারা এলাকার উন্নয়নে নৌকা মার্কায় প্রকাশ্যে সীল মারতে পারে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।