বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সিলেট নগরের ফাজিলচিশত এলাকায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই ছাত্রদলকর্মী নিহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে উত্তেজিত জনতা সড়ক অবরোধ করে অর্ধশতাধিক যানবাহন ভাঙচুর এবং দুটি ট্রাকে আগুন দিয়েছে।
সোমবার (১১ জানুয়ারি) রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- নগরের ফাজিশচিশত এলাকার বাসিন্দা লুৎফুর এবং বনকলাপাড়া এলাকার বাসিন্দা সজিব। তারা দু’জনেই ছাত্রদলের সক্রিয় কর্মী।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পণ্যবাহী একটি ট্রাক (ঢাকা মেট্রো ট ১৮-৪৫০১) ফাজিলচিশত মোড়ে মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়।
এরপরই উত্তেজিত জনতা সড়কে অবস্থান নিয়ে প্রায় অর্ধশতাধিক গাড়ী ভাঙচুর এবং দুটি ট্রাকে আগুন দেন। খবর পেয়ে দমকল বাহিনীর একটি ইউনিট সেখানে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া অ্যান্ড কমিউনিটি সার্ভিস) বিএম আশরাফ উল্যাহ তাহের এ তথ্য নিশ্চিত করে জানান, ‘ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহী মারা গেছেন। দুর্ঘটনার পরপরই ট্রাক চালককে আটক করা হয়েছে। নিহতদের লাশ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।’
তিনি আরও জানান, ‘দুর্ঘটনার পর উত্তেজিত জনতা কয়েকটি গাড়ী ভাঙচুর এবং ট্রাকে আগুন দিয়েছে। পরে দমকল বাহিনী গিয়ে আগুন নেভায়। আর পুলিশ উত্তেজিত জনতাকে বুঝিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।