মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
হানিয়ার সাক্ষাৎ
ইনকিলাব ডেস্ক : ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের নেতা ইসমাইল হানিয়া কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানির সঙ্গে সাক্ষাৎ করেছেন। দোহা সফরে গিয়ে রোববার কাতারের আমিরের প্রাসাদে ওই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতে দুই নেতা ফিলিস্তিনি সংগঠনগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠার উদ্যোগে অগ্রগতির বিষয়টি পর্যালোচনা করেন। পারস্য উপসাগরীয় দেশগুলো যখন একের পর এক ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপন করছে এবং সউদী আরব তেলআবিবের সঙ্গে গোপনে সম্পর্ক শক্তিশালী করছে, তখন হামাস নেতাকে দোহায় আমন্ত্রণ জানানোর ঘটনাকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন পর্যবেক্ষকরা। আনাদোলু।
সিরিয়ায় শিশু নিহত
ইনকিলাব ডেস্ক : সিরিয়ায় মার্কিন বাহিনীর ছোড়া গোলার আঘাতে পূর্বাঞ্চলীয় ডেইর আজ-জর প্রদেশে শিশু নিহত হয়েছে। এতে তার মাও গুরুতর আহত হয়েছেন। মার্কিন বাহিনী প্রদেশটির আল-আজবা গ্রাম লক্ষ্য করে কামানের গোলা ছুড়লে ওই হতাহতের ঘটনা ঘটে। ডেইর ইজ-জুর প্রদেশের মার্কিন ঘাঁটি থেকে আল-আজবা গ্রাম লক্ষ্য করে গত শনিবার নির্বিচারে কামানের গোলা ছুড়তে থাকে। এতে গ্রামটির বহু বাড়িঘর ধ্বংস হয় এবং অনেক বেসামরিক লোকজন আহত হন। সিরিয়ার আল-ওমর তেলক‚পটির নিরাপত্তায় ওই মার্কিন বাহিনী নিয়োজিত আছে। সানা।
কুইবেকে জরিমানা
ইনকিলাব ডেস্ক : করোনা ভাইরাসের ভয়াবহতা ঠেকানোর জন্য কানাডার কুইবেক প্রদেশে জারিকৃত কারফিউ চলছে। শনিবার থেকে এই সান্ধ্য-আইন চালু হয় এবং রাত ৮ থেকে ভোর ৫টা পর্যন্ত চলবে আগামী মাসের প্রথম সপ্তাহ অর্থাৎ ৮ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রথম দিনে পুরো প্রদেশ জুড়েই লোক এবং যানবাহন চলাচল ছিলনা বললেই চলে। তবু কারফিউ অমান্য করায় ৮৪ জনকে ১ হাজার ৫৫০ ডলার করে জরিমানা করা হয়েছে। পুলিশের প্রাথমিক হ্যান্ডআউটে জানানো হয়েছে যে, সর্বশেষ হিসেব অনুযায়ী দু’শরও বেশী কারফিউ অমান্যকারীকে টিকিট দেয়া হয়েছে প্রথম দিনে। রয়টার্স।
বেলুচিস্তানে আহত ৪
ইনকিলাব ডেস্ক : পাকিস্তানের বেলুচিস্তানে বোমা বিস্ফোরণে অন্তত চার জন আহত হয়েছেন। দেশটির পুলিশ কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, বেলুচিস্তানের টারবেট সিনেমা বাজারে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আহতদের ডিস্ট্রিক হেডকোয়ার্টার হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিরাপত্তা বাহিনী বোমা বিস্ফোরণের অঞ্চল ঘিরে রেখেছে। এক পুলিশ কর্মকর্তা ডনকে বলেছেন, ধারণা করা হচ্ছে সস্ত্রাসীরা চেক পোস্টের ফ্রন্টিয়ার ক্রপস-এফসির কর্মীদের লক্ষ করে এই হামলা চালিয়েছে। ডন।
যুক্তরাষ্ট্রকে আলটিমেটাম
ইনকিলাব ডেস্ক : নিষেধাজ্ঞা প্রত্যাহারে যুক্তরাষ্ট্রকে ২ মাসের আলটিমেটাম দিলো ইরান। ইরান বলেছে, তেহরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা না হলে ইরানের পরবর্তী পদক্ষেপ হবে পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটি’র সম্পূরক প্রটোকল থেকে বেরিয়ে যাওয়া। ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিশনের মুখপাত্র আবুলফজল আমুয়ি বার্তা সংস্থা ইরানপ্রেসকে দেয়া এক সাক্ষাৎকারে এ হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রকে পরমাণু সমঝোতায় ফিরে আসার আগেই তেহরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। ইরনা।
ইতালিতে কমেছে
ইনকিলাব ডেস্ক : মহামারি করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা কমেছে ইতালিতে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী রোববার দেশটিতে আক্রান্ত হয়েছে ১৮ হাজার ৬২৭ জন। আর মারা গেছে ৩৬১ জন। শনিবার সেখানে আক্রান্ত হয়েছিল ১৯ হাজার ৯৭৮ জন। আর মারা গিয়েছিল ৪৮৩ জন। ইতালির সরকার করোনাভাইরাসের দ্বিতীয় দফা সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে নতুন বিধি-নিষেধ আরোপের চিন্তাভাবনা করছে। আগামী সপ্তাহে এ বিষয়ে একটি সভা অনুষ্ঠিত হবে। আনাদোলু এজেন্সি।
দ্বিগুণ বেড়েছে
ইনকিলাব ডেস্ক : চীনে করোনাভাইরাসের নতুন রূপটির দৈনন্দিন সংক্রমণ দ্বিগুণ বেড়েছে। পরিস্থিতি সামাল দিতে বিধি-নিষেধ আরও কঠোর করা হচ্ছে বলে রোববার দেশটির কর্মকর্তারা জানিয়েছেন। চীনের জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ রোববার জানিয়েছে, শনিবার মূল ভূখন্ডে ৬৯ জনের মধ্যে করোনার নতুন রূপ শনাক্ত হয়। এর আগের দিন এই সংখ্যা ছিল ৩৩। রাজধানী বেইজিংয়ের স্বাস্থ্য কর্মকর্তা পাং শিংহু জানিয়েছেন, বেইজিংয়ের ক্যাব চালকরা নতুন করোনাভাইরাসের লক্ষণবিহীন সংক্রমণের বাহক। তাই নগরীতে ট্যাক্সিক্যাবে করে প্রবেশ করা যাত্রীদের স্বাস্থ্যকোড স্ক্যান বাধ্যতামূলক করা
হয়েছে। সিনহুয়া।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।