মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে চলতি বছরের ৪ জানুয়ারি অগ্নিকাণ্ডের ঘটনায় 'রিভলি শোরুম বিল্ডিং' ধ্বংস হয়ে যায়। এতে অন্তত ৪৫ জন বিদেশি গৃহহারা হয়ে পড়েছে। খালিজ টাইমস এক প্রতিবেদনে বলছে, দুবাইয়ের মিনা বাজার জেলার ওই ভবনে আগুনের ঘটনায় তিনটি অ্যাপার্টমেন্ট পুড়ে ভস্ম হয়ে যাওয়ার জেরে ভারত ও পাকিস্তানের ৪৫ জন নাগরিক নিঃস্ব হয়ে গেছে। তাদের ব্যাপক ক্ষতি হয়ে গেছে বলেও ওই প্রতিবেদনে বলা হয়েছে। -খালিজ টাইমস
দুবাই সিভিল ডিফেন্স অথরিটি জানিয়েছে, গত সপ্তাহের ওই ঘটনায় তিনটি অ্যাপার্টমেন্ট পুড়ে গেছে। আরো ক্ষয়ক্ষতি হওয়ার আগেই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা গেছে। আগুন লাগার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। জানা গেছে, ভুক্তভোগীরা সেখানে ভাড়া নিয়ে থাকতো। সবাই ব্যাচেলর। প্রত্যেক ফ্ল্যাটে প্রায় ২০ জন করে ব্যাচেলরের বসবাস। আগুনে তাদের যাবতীয় সরঞ্জাম পুড়ে গেছে। তাদের থাকার জায়গা পর্যন্ত এখন নেই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।