মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে সহিংসতা বন্ধ করতে যুদ্ধ বিমান পাঠিয়েছে ফ্রান্স।আফ্রিকার এ দেশটিতে গত মাসে সম্পন্ন হওয়া প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে প্রতিদিনই ঘটছে সংঘাত। ভয়াবহ সহিংসতার কারণে, নিরাপদ আশ্রয়ের জন্য প্রতিবেশি দেশগুলোতে আশ্রয় নিচ্ছে দেশটির অসংখ্য মানুষ। গত শনিবার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর অফিস থেকে জানানো হয়েছে, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের প্রেসিডেন্ট ফাউস্টিন আর্চাঞ্জের অনুরোধে এবং জাতিসংঘের অনুমতি নিয়ে ফরাসি যুদ্ধ বিমানগুলো আফ্রিকার দেশটিতে গিয়েছে। -আল জাজিরা
ম্যাক্রোঁর অফিস আরও জানিয়েছে, ম্যাক্রোঁ সিএআরের প্রেসিডেন্টকে ফোনে বলেন, এভাবে সংঘাত চলতে থাকলে মানবিক বিপর্যয় ঘটবেই। দ্রুত সহিংসতা বন্ধ করার জন্য তাকে আহ্বান জানান তিনি। আফ্রিকার এ দেশটিতে গত ২৭ ডিসেম্বরের নির্বাচনে ৫০ শতাংশ ভোট গণনার পরই, নিজেকে বিজয়ী ঘোষণা করেন দায়িত্বরত প্রেসিডেন্ট ফাউস্টিন। বিরোধীরা এ নির্বাচন মেনে নিতে পারেনি। এরপর থেকেই সহিংসতা শুরু হয়েছে দেশটিতে ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।