মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আসন্ন নির্বাচনে বিজয়ী হলে ইসলাম প্রতিহতকরণে মন্ত্রণালয় প্রতিষ্ঠা করবেন বলে জানিয়েছেন নেদারল্যান্ডের ফ্রিডম পার্টির ডানপন্থী নেতা গির্ট ওয়াইল্ডার্স। আগামী ১৭ মার্চ অনুষ্ঠিতব্য নির্বাচনের প্রতিশ্রুতি ওয়েবসাইটে প্রকাশ করে ডানপন্থী দলটি। এতে অভিবাসন ও শরণার্থীদের বন্ধকরণ ও ইসলাম প্রতিহতকরণে মন্ত্রণালয় প্রতিষ্ঠার কথা উল্লেখ করা হয়।
এছাড়া ইসলামকে একটি ‘সর্বগ্রাসী আদর্শ’ হিসেবে তুলে ধরবেন বলে জানিয়েছেন গির্ট ওয়াল্ডার্স। আর মুসলিম অভিবাসী ও শরণার্থীদের আবেদন অগ্রাহ্যকরণ, মসজিদ-মাদরাসা বন্ধকরণ ও ইসলামী চেতনা বিস্তার রোধে সর্বাত্মক কাজ করবেন বলে জানিয়েছেন তিনি।
তাছাড়া দ্বৈত নাগরিকত্ব গ্রহণকারীরা নির্বাচনে প্রার্থী হতে পারবে না বলেও জানান এ ডাচ নেতা। আর নারীদের হিজাব পরিধানের নিষেধাজ্ঞা আরোপ করার কথাও বলেন এ নেতা। এর আগে গত অক্টোবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানকে ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশ করেন এ ডাচ নেতা। সূত্র : আল জাজিরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।