মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভাইরাস নিয়ন্ত্রণে
ইনকিলাব ডেস্ক : চীনের রাজধানী বেইজিংয়ের দক্ষিণাঞ্চলের দু’টি শহরে করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ায় শনিবার নিষেধাজ্ঞা আরো জোরদার করা হয়েছে। গত বছরের ডিসেম্বরে দেশটির উহানে করোনা ভাইরাসের প্রথম সংক্রমণ ঘটে। সে সময় খুব দ্রুততার সঙ্গে ভাইরাস নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছিল চীন। কিন্তু বেইজিং সীমান্তবর্তী হেবেই প্রদেশে নতুন করে সংক্রমণ বেড়ে যাওয়ায় আগামী মাসে নতুন চন্দ্র মাসের প্রাক্কালে নিষেধাজ্ঞা কঠোর করা হয়েছে। হেবেই প্রদেশে গত সপ্তাহে ১৩০ জন করোনা রোগী নিশ্চিতভাবে শনাক্ত হয়েছে। এছাড়া আরো দুই শ’ জনের উপসর্গ শনাক্ত হয়েছে। রয়টার্স।
ভয় পায় ইসরাইল
ইনকিলাব ডেস্ক : সম্প্রতি এক গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে ইসরাইলের ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিস। এতে বলা হয়েছে ২০২১ সালে ইসরাইলের জন্য সবচেয়ে বড় হুমকি লেবানন, সিরিয়া, ইয়েমেন ও ইরানের নিখুঁত ক্ষেপণাস্ত্র। প্রতিবেদনে বলা হয়, ২০২০ সালে ইরান পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ায় এবং ক্ষেপণাস্ত্র নির্মাণ প্রকল্প জোরদার করায় ইসরাইলের অভ্যন্তরীণ নিরাপত্তাব্যবস্থায় পরিবর্তন সূচিত হয়। এ সময় ইসরাইলের সেনাবাহিনীর শক্তি হ্রাস পেয়েছে। রয়টার্স।
চাকরি হারিয়েছে
ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রে ডিসেম্বর মাসে চাকরি হারিয়েছে ১ লাখ ৪০ হাজার নারী। শুক্রবার ব্যুরো অফ লেবার স্ট্যাটিসটিকস প্রকাশিত যুক্তরাষ্ট্রের শ্রমবাজার সম্পর্কিত তথ্যের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়, গত ডিসেম্বর মাসে নিয়োগদাতারা ১ লাখ ৪০ হাজার কর্মীকে ছাঁটাই করেছেন। যার মধ্যে সবাই নারী। যুক্তরাষ্ট্রে এখন বেকারত্বের হার ৬.৭ শতাংশ। প্রথমবারের মতো সাত মাসেও এই বেকারত্বের হারের উন্নতি হয়নি। হিস্পানিক কর্মী, কিশোর-কিশোরী ও নারীদের মধ্যে বেকারত্বের হার বেড়েছে। সিএনএন।
৪১ হাজার ডলার
ইনকিলাব ডেস্ক : বিটকয়েনের দাম গত ছয়দিনে ৯ হাজার ডলার বেড়েছে। এই ক্রিপ্টোকারেন্সিটির দাম ৪১ হাজার ডলার ছাড়িয়েছে। শুক্রবার এর দাম ছিল ৪১ হাজার ৯৬২ ডলার। ২০২০ সালের ২৫ ডিসেম্বর এর দাম ছিল ২৫ হাজার ডলার। চলতি বছরের ২ জানুয়ারি বেড়ে হয় ৩২ হাজার ডলার। বিটকয়েনের দাম গত শনিবার প্রথম ৩০ হাজার ডলার ছাড়িয়েছিল। গত মার্চে বিটকয়েনের দাম ছিল ৫ হাজার ডলার। অনলাইন পেমেন্ট জায়ান্ট পেপাল যখন ঘোষণা দেয় তাদের অ্যাকাউন্ট ব্যবহারকারীরা ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করতে পারবেন, তখন থেকে দাম বাড়তে থাকে বিটকয়েনের। দ্য স্ট্রিট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।