Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পোশাক কোম্পানি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন ফেরদৌস

বিনোদন রিপোর্ট : | প্রকাশের সময় : ১০ জানুয়ারি, ২০২১, ১২:০১ এএম

চিত্রনায়ক ফেরদৌস একটি বিদেশী ব্র্যান্ডের পোশাক প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন। প্রতিষ্ঠানটির পাঁচটি বিজ্ঞাপনেও মডেল হিসেবে কাজ করেছেন। অনলাইন মাধ্যমের জন্য পাঁচটি বিজ্ঞাপনে মডেল হবার পাশাপাশি স্থিরচিত্রেও মডেল হয়েছেন। কিছুদিনের মধ্যেই বিজ্ঞাপনগুলো একে একে প্রকাশিত হাবে বলে জানিয়েছেন ফেরদৌস। বছরের শুরুতেই একই প্রতিষ্ঠানের নতুন পাঁচটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন তিনি কস্টিউম ডিজাইনার কাম বিজ্ঞাপন নির্মাতা রামিম রাজের নির্দেশনায়। এর আগে ফেরদৌসের প্রযোজনায় নির্মিত ‘এক কাপ চা’,‘পোস্ট মাস্টার ৭১’, ‘হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী’ চলচ্চিত্রে কস্টিউম ডিজাইনার হিসেবে কাজ করেছেন রামিম রাজ। এবার বিজ্ঞাপন নির্মাতা হিসেবে ফেরদৌসকে দিয়ে পরপর পাঁচটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করালেন। ফেরদৌস বলেন, ‘রামিম রাজের সঙ্গে আমার পথচলা বহুদিনের। তাকে খুব কাছে থেকে চিনি। তার কাজের প্রতি আমার আস্থা আছে। তার নির্দেশনায় এবার বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করলাম। সে বেশ ভালো কাজ করেছে। তিনি বলেন, বছরের শুরুটা আমার বেশ পরিপূর্ণতার মধ্যদিয়ে শুরু হয়েছে। বিজ্ঞাপনগুলো প্রচারে আসলে সবার ভালো লাগবে আশা করছি।’ এদিকে ফেরদৌস ‘গাঙচিল’ সিনেমার কাজ শুরু করেছেন। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের উপন্যাস অবলম্বনে সিনেমাটি নির্মিত হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফেরদৌস

২৮ জুন, ২০১৬

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ