Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রথমবারের মতো আধুনিক সঙ্গীত গাইলেন ফেরদৌস আরা

প্রকাশের সময় : ৪ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : বিশিষ্ট সঙ্গীতশিল্পী সারাজীবনই নজরুল সঙ্গীত গেয়েছেন ফেরদৌস আরা। তার কণ্ঠে অসংখ্য নজরুল সঙ্গীত শ্রোতারা শুনেছেন। নজরুল সঙ্গীত নিয়ে তিনি জয় করেছেন দেশ-বিদেশের অসংখ্য সঙ্গীত পিপাসুর হৃদয়। তবে এবারই প্রথম তার গানের ধারার বাইরে একটি আধুনিক গান করেছেন। প্রথমবারের মতো আধুনিক গান গাওয়া প্রসঙ্গে ফেরদৌস আরা বলেন, গানটির কথাগুলো খুবই সুন্দর। শহীদুল্লাহ ফরায়জী অসাধারণ লিখেছেন। গানের কথা শুনেই গাইতে রাজি হয়েছি। এর শিরোনাম ‘নিঃসঙ্গ হৃদয়’। সুর করেছেন রাজন সাহা। গানটি রাজন সাহার মিক্সড অ্যালবাম ‘চন্দ্রগ্রাস’ অ্যালবামে থাকবে। অ্যালবামটি দুই বাংলা থেকে প্রকাশিত হবে। উল্লেখ্য, ৮০’র দশকের শুরুর দিকে সারগাম থেকে প্রকাশ হয় ফেরদৌস আরার প্রথম নজরুল সঙ্গীতের অ্যালবাম। তারপর বের হয় ‘আকাশের মিটি তাঁরা’ শিরোনামে আরও একটি নজরুল সঙ্গীতের অ্যালবাম। ১৯৮৫ সালে এইচএমভি থেকে প্রকাশিত হয় পথহারা পাখি অ্যালবামটি। এই প্রতিষ্ঠান থেকে বাংলাদেশী সঙ্গীতশিল্পীদের মধ্যে তারই সর্বাধিকসংখ্যক অ্যালবাম প্রকাশ করা হয়েছে। গানের জগতে বিশেষ অবদান রাখার জন ফেরদৌস আরা পেয়েছেন নিউহ্যাম ওয়েলফেয়ার ট্রাস্ট অ্যাওয়ার্ড ২০১১ (লন্ডন)। বাংলাদেশী শিল্পী হিসেবে একমাত্র ফেরদৌস আরাই এই সম্মাননা পেয়েছেন। এ ছাড়া তিনি সানরাইজ রেডিও অ্যাওয়ার্ড (লন্ডন), দেশে ঢাকায় জয়নুল আবেদীন স্বর্ণপদকসহ দেশে-বিদেশে অনেক পুরস্কার পেয়েছেন তিনি।



 

Show all comments
  • Abul Hossain ৪ অক্টোবর, ২০১৬, ১১:১১ এএম says : 0
    আমার প্রিয় শিল্পী
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রথমবারের মতো আধুনিক সঙ্গীত গাইলেন ফেরদৌস আরা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ