Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফেরদৌস আরার সুরসপ্তক’র বিশ বছর পূর্তিতে বর্ণাঢ্য আয়োজন

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১ মার্চ, ২০২০, ১২:০১ এএম

আগামী ১৪ মার্চ প্রখ্যাত নজরুল সঙ্গীতশিল্পী ফেরদৌস আরার সঙ্গীত বিষয়ক প্রতিষ্ঠান ‘সুরসপ্তক’ বিশ বছর পূর্ণ করতে যাচ্ছে। বিশ বছর পূর্তিতে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা, পরিচালক ও অধ্যক্ষ ফেরদৌস আরা বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন। এর মধ্যে রয়েছে সঙ্গীতাঙ্গনের দু’জন প্রখ্যাত সঙ্গীতশিল্পীকে সম্মাননা প্রদান, প্রয়াত বরেণ্য সঙ্গীতশিল্পী সুধীন দাস, সোহরাব হোসেন, খালিদ হোসেন, ফিরোজা বেগম, নীলুফার ইয়াসমিন ও ফেরদৌস আরার চাচা সুরসপ্তক’র উপদেষ্টা এ বি এম আব্দুর শাকুর’র পরিবারের সদস্যদের সম্মাননা স্মারক প্রদান, সঙ্গীতশিল্পী শাহীন সামাদ, খায়রুল আনাম শাকিল, নাশিদ কামাল’কে সম্মাননা স্মারক প্রদান, এই প্রজন্মের শিল্পী দিলশাদ নাহার কনা, ইউসুফ আহমেদ খান’কে সম্মাননা প্রদান করা হবে। সম্মাননা জানানো হবে ‘সুরসপ্তক’র শিক্ষকদের। ফেরদৌস আরা জানান, দেশ-বিদেশের বরেণ্য সঙ্গীতশিল্পীরা গান গাইবেন অনুষ্ঠানে। আগামী ১৪ মার্চ বিকেল পাঁচটায় জাতীয় জাদুঘর মিলনায়তেন শুরু হবে ‘সুরসপ্তক’র বিশ বছর পূর্তি অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কে থাকবেন তা এখনো চূড়ান্ত হয়নি। চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগের জেনারেল ম্যানেজার আমীরুল ইসলাম ও সাংবাদিক অভি মঈনুদ্দীন ফেরদৌস আরাকে সার্বিকভাবে সহযোগিতা করছেন অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করার জন্য। ফেরদৌস আরা জানান, দেশের বাইরে থেকে সেসব শিল্পীদেরকেই আমন্ত্রণ জানানো হচ্ছে যারা সচেতনভাবে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের শুদ্ধ বানী প্রমিত সুরে গেয়ে থাকেন। তিনি বলেন, ‘দেখতে দেখতে সুরসপ্তক বিছর পূর্ণ করতে যাচ্ছে। বাবা বেঁচে থাকলে হয়তো সবচেয়ে বেশি খুশি হতেন। সুরসপ্তকের পথচলার প্রতিটি পদক্ষেপে, সংগ্রামে বাবাকে অনুপ্রেরণা হিসেবে নিয়েই এগিয়ে চলেছি। পেয়েছি কিছু মানুষের সহযোগিতা। এ কারণে সুরসপ্তক’ আজ এই পর্যায়ে আসতে পেরেছে। ফেরদৌস আরা জানান তার বাবা পেশায় একজন ইঞ্জিনিয়ার হলেও মনেপ্রাণে তিনি ছিলেন উচ্চাঙ্গ সঙ্গীত বিশারদ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ