Inqilab Logo

শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

ভারতের ৭৩৬ জেলায় চলছে টিকার দ্বিতীয় ড্রাই রান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ জানুয়ারি, ২০২১, ১২:০১ এএম

ভারতজুড়ে চলছে করোনা টিকার দ্বিতীয় দফার ড্রাই রান। ৩৩টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ৭৩৬টি জেলায় চলছে টিকার মহড়া। মহড়ার ব্যবস্থা খতিয়ে দেখতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন রয়েছেন তামিলনাড়ুতে। সব রাজ্যের মহড়ার পরের তথ্য কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকে তথ্য পাঠিয়ে দেয়ার নির্দেশ দিয়েছেন হর্ষ বর্ধন। তিনি জানিয়েছেন, কয়েক দিনের মধ্যেই টিকা পৌঁছে যাবে সারা দেশে। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার সঙ্গে যৌথ উদ্যোগে ভারতে তৈরি করোনার টিকা কোভিশিল্ড এবং ভারতীয় সংস্থা ভারত বায়োটেকের তৈরি টিকা কোভ্যাক্সিন জরুরি ভিত্তিতে ব্যবহারের অনুমোদন দিয়েছে কেন্দ্র। তার আগে তিন দফায় সেই টিকাদানের মহড়া হবে। ২ জানুয়ারি প্রথম দফার পর শুক্রবার চলছে দ্বিতীয় পর্যায়ের মহড়া। তবে মহড়ায় অংশ নিচ্ছে না উত্তরপ্রদেশ হরিয়ানা এবং অরুণাচল প্রদেশ। তামিলনাড়ুতে একাধিক কেন্দ্রে টিকার মহড়ার তদারকি করেন হর্ষ বর্ধন। তিনি বলেন, ‘এক্কেবারে প্রান্তিক স্তর পর্যন্ত টিকা পৌঁছে দেয়ার ব্যবস্থা নিশ্চিত করেছি আমরা। টিকা দেয়ার জন্য প্রশিক্ষণ দেয়া হয়েছে কয়েক লক্ষ স্বাস্থ্যকর্মীকে।’ পশ্চিমবঙ্গেও কলকাতার একাধিক হাসপাতাল-সহ মোট ৬৯টি কেন্দ্রে টিকার মহড়া চলছে। রাজ্যের প্রায় সব জেলাতেই এই ড্রাই রান চলছে। দেশের সব কেন্দ্রেই ২৫ জনকে ডামি টিকা দেয়া হচ্ছে। সেই টিকা দেয়ার পর প্রথমে পর্যবেক্ষণ কক্ষ এবং তার পর ওয়েটিং রুমে রাখার পর ছাড়া হচ্ছে টিকাগ্রহণকারীদের। সূত্র : ইন্ডিয়া টুডে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ