Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লবণশিল্পকে পুনরুজ্জীবিত করতে শিগগিরই উদ্যোগ নেয়া হবে -শিল্প সচিব

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ৮ জানুয়ারি, ২০২১, ৪:৪৫ পিএম

দেশের লবণশিল্পকে পুনরুজ্জীবিত করতে শিগগির উদ্যোগ নেয়া হবে বলে জানিয়েছেন শিল্পসচিব কেএম আলী আজম।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা লবণচাষিদের প্রতি সহনশীল। তিনি সরাসরি লবণ চাষিদের খোঁজ নেন। লবণশিল্প ও চাষিদের বাঁচাতে কাজ করছে সরকার।

দুই দিনের সফরকালে দুপুরে কক্সবাজারে লবণশিল্প সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সাথে এক মতবিনিময় সভায় কেএম আলী আজম এসব কথা বলেন।

শিল্পসচিব বলেন, সরকারিভাবে ১ লক্ষ মেট্রিকটন লবণের বাফার মজুদ করার পরিকল্পনা আছে। সেই লক্ষ্য স্টেকহোল্ডার সাথে আলাদা বৈঠক হবে। পারমিশন ছাড়া কিভাবে আমদানি করে তা দেখা হবে। অনেক তদবির, চাপাচাপির পরও মাঠ জরিপ নিয়ে গত কুরবানির মৌসুমে লবণ আমদানির অনুমোদন দেয়া হয়নি বলে জানান শিল্প সচিব । এতে কিছুটা হলেও বাজারে লবণের দাম ছিল বলেও তিনি উল্লেখ করেন।

জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে সভায় শিল্পসচিব বলেন, গ্লোবালহাটে বিচ্ছিন্ন অর্থনীতির পলিসি তৈরি করতে পারি না। নীতি নির্ধারণের ক্ষেত্রে সঠিক তথ্য দিতে হবে। মাঠের প্রকৃত চিত্র নিয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

তিনি বলেন, আমরা লবণশিল্পে জন্য পলিসি সাপোর্ট দিতে চাই। এই মাসের মধ্যে নিয়ে বসব। সবার মতামত নেব। দেশের লবণ খাতকে শক্তিশালী অবস্থানে নেয়া হবে।

শিল্প সচিব বলেন, কক্সবাজারের লবণশিল্প বাঁচাতে কাজ করা হবে। সরকারও সেটা নিয়ে ভাবছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় দেশের সামগ্রিক উন্নতি ও সমৃদ্ধি আসবে।

কক্সবাজারের লবণচাষিদের উদ্দেশ্যে শিল্পসচিব কেএম আলী আজম বলেন, আপনাদের দেয়া লবণজমিতে সরকারের উন্নয়ন কাজ চলছে। লবণচাষি ও মিল মালিকদেন সমন্বিত প্রস্তাবনা নিয়ে আমরা এগিয়ে যাব।

নবাগত জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. মোশতাক হাসান, সাইমুম সরওয়ার কমল এমপি, আশেক উল্লাহ রফিক এমপি, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আমিন আল পারভেজ, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, কক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবু মোরশেদ চৌধুরী খোকা।

বিসিক কক্সবাজারের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ হাফিজুর রহমানের সঞ্চালনায় মতবিনিময় সভায় লবণমিল মালিকদের পক্ষে বক্তব্য রাখেন, মহেশখালী পৌর মেয়র মকছুদ মিয়া, বাংলাদেশ লবণমিল মালিক সমিতির সভাপতি নুরুল কবির, বাংলাদেশ লবণচাষি কল্যাণ সমিতির সভাপতি মোস্তফা কামাল, ইসলামপুর লবণমিল মালিক সমিতির সভাপতি শামসুল আলম আজাদ, বাংলাদেশ লবণমিল মালিক সমিতির সাবেক সহসভাপতি নুরুল আবছার হেলালী, মিলার ফরিদুল ইসলাম খান, কাজি আবুল মাসুদ, (মহেশখালী উপজেলা চেয়ারম্যান) শরীফ বাদশা ও আবদুল গফুর প্রমুখ।

সভায় বক্তারা বলেন, অসাধু ব্যবসায়ীরা শিল্প লবণের আড়ালে দেদারছে সোডিয়াম সালফেট বাজারজাত করছে। যে কারণে অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। দেশীয় শিল্প বিরোধী চক্রের হাতে ধ্বংস হচ্ছে লবণখাত।

দেশের বিরাট একটি শিল্পকে বাঁচাতে লবণসাদৃশ্য বস্তু সম্পূর্ণ বন্ধ অথবা চেপ্টার ২৮, ২৯ এর আওতায় যে সমস্ত লবণসাদৃশ্য বস্তু আমদানি করা হয় সে সব বস্তু সিডি (কাস্টম ডিউটি) ৩০ শতাংশ এবং এসডি (সাপ্লিমেন্টারী ডিউটি) ৩০ শতাংশ নির্ধারণ করতে হবে বলে দাবি করেন বাংলাদেশ লবণমিল মালিক সমিতির সভাপতি নুরুল কবির।

সভায় লবণের জাতীয় চাহিদা নির্ণয়, চাষিদের অর্থঋণ প্রদান, লবণের বাজারমূল্য নির্ধারণ, কম দামে পলিথিন সরবরাহ, মনিটরিং সেল এবং লবণবোর্ড গঠনের দাবি জানিয়েছে লবণমিল মালিক ও চাষিরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কক্সবাজার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ