Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফের ইসরাইলি আগ্রাসন প্রতিহত করল সিরিয়া

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ জানুয়ারি, ২০২১, ১২:০৭ এএম

ইসরাইল আবারও সিরিয়ার ওপর ক্ষেপণাস্ত্র আগ্রাসন চালিয়েছে, তবে সে আগ্রাসন প্রতিহত করেছে সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। খবর সানার। প্রতিবেদনে বলা হয়েছে, অধিকৃত গোলান মালভ‚মির ওপর দিয়ে রাজধানী দামেস্কের দিকে উড়ে আসে ইসরাইলি ক্ষেপণাস্ত্রগুলো তবে সিরিয়ার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা করে ব্যবহার করে বেশিরভাগ ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ধ্বংস করা হয়। স্থানীয় সময় গতরাত ১১টা ১০ মিনিটের দিকে ইসরাইল এই আগ্রাসন চালায়। এর আগে গত বুধবারও ইসরাইল সিরিয়ার ওপর আগ্রাসন চালায় এবং সে আগ্রাসনও প্রতিহত করে সিরিয়ায় সামরিক বাহিনী। ইহুদিবাদী ইসরাইল আরব এ রাষ্ট্রটির ওপর স¤প্রতিককালে আগ্রাসন জোরদার করেছে। বুধবারের হামলায় সিরিয়ার একজন সেনা নিহত এবং তিনজন আহত হয়েছিলেন। সানা।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিরিয়া

১৯ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ