Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নেত্রকোনায় ছাত্র ইউনিয়নের সমাবেশ ও বিক্ষোভ মিছিল

নেত্রকোনা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ জানুয়ারি, ২০২১, ৩:০২ পিএম

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন নেত্রকোনা জেলা সংসদের উদ্যোগে বৃহস্পতিবার সকাল ১১টায় স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গণে ৭ দফা দাবিতে ছাত্র সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।
জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি পার্থ প্রতিম সরকারের সভাপতিত্বে তানভীর মোকাম্মেলের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা সংসদের সাবেক সভাপতি মিঠুন শর্মা, জেলা সংসদের সহ-সভাপতি অনন্ত সরকার, সহ-সাধারণ সম্পাদক অনিাবিলা সরকার, শহর কমিটির সভাপতি তাজিম রহমান, সাংস্কুতিক সম্পাদক পূজা সরকার, মদনপুর শাহ্ সুলতান কলেজ ছাত্র ইউনিয়নের সভাপতি আজিজুর রহমান সায়েম প্রমুখ।
সমাবেশে বক্তারা করোনা কালীন শিক্ষা ব্যায় মওকুফ, অনলাইন পাঠ কার্যক্রম পরিচালনা ক্ষেত্রে স্মার্ট ডিভাইস প্রদান ও গতিশীল ইন্টারনেট এবং মানসম্মত শিক্ষা ব্যবস্থা প্রদানসহ ৭ দফা দাবি বাস্তবায়নের উপর গুরুত্বারোপ করেন। পরে জেলা শহরে একটি বিক্ষোভ মিছিল জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিক্ষোভ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ