মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
দখলমুক্ত কারাবাখ অঞ্চলে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের ঘোষণা দিয়েছে আজারবাইজান। প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ বলেছেন, কারাবাখের ফুযুলি শহরে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ করা হবে। তিনি আরও বলেন, "চলতি ২০২১ সালের মধ্যেই এটি চালু হবে। এ বছরই বিমানবন্দর থেকে বিমান ওঠানামা করবে বলে আশাকরছি।”
আর্মেনিয়ার কাছ থেকে কারাবাখ অঞ্চলটি মুক্ত করার পর সেখানে ব্যাপক উন্নয়নমূলক কাজের প্রতিশ্রুতি দিয়েছে আজারবাইজান। আর্মেনিয়ার দখলে যাওয়ার পর যেসব পরিবার ওই এলাকা ছাড়তে বাধ্য হয়েছিল তারা আবারও ফিরে আসতে শুরু করেছে।
গত সেপ্টেম্বরে নাগর্নো-কারাবাখ অঞ্চলে নিয়ন্ত্রণ নিয়ে নতুন করে সংঘর্ষ শুরু হয়। বিশাল এলাকা দখলমুক্ত করতে আর্মেনিয়ার ওপর শক্ত আঘাত হানে আজারবাইজান। এরপর ১০ নভেম্বর দুই দেশ শান্তি চুক্তিতে সই করে। চুক্তি অনুযায়ী নিজের এলাকাগুলো ফিরে পায় আজারবাইজান।
সূত্র: পার্সটুডে
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।