Inqilab Logo

বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বরিশালে গ্যাস সিলিন্ডারের আগুনে ৬ দোকান-বসতঘর পুড়ে ছাই

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ৬ জানুয়ারি, ২০২১, ৭:৩৬ পিএম

বরিশাল মহানগরীর ধান গবেষণা ইনস্টিটিউট সংলগ্ন জিয়া নগর এলাকায় বুধবার দুপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন লেগে ৩টি দোকান ও ৩টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, আল-আমিনের ভাড়াটিয়া আবুল কালামের স্ত্রী দুপুরের রান্না করার সময় গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়। অতিঅল্প সময়ে আগুন ছড়িয়ে পড়ে বাড়ির সবগুলো ঘরে। এতে ৩টি বসতঘর ও ৩টি দোকান ঘরের মালামাল সম্পূর্ণ ভস্মীভূত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে প্রায় আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। 


বিষয়টি নিশ্চিত করে বরিশাল সদর ফায়ার স্টেশনের কর্মকর্তা মো: সজিব জানান, আল-আমিনের বাড়ির দোকান সহ ৬ ঘরে আগুন ধরে যায়। এতে ঘরগুলোর যাবতীয় মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। তবে সবাই ঘর থেকে বেরিয়ে আসায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে তিনি ‘তদন্ত না করে কিছুই বলা যাবেনা’বলে জানান। এ অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১০ লক্ষ টাকা বলে দমকল বিভাগের প্রাথমিক ধারনা বলে জানান তিনি। বাড়ির মালিক আল-আমিন বলেছেন, ভাড়াটিয়া আবুলের ঘরের গ্যাস সিলিন্ডার মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অগ্নিকান্ড


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ