Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিদায়ী বছরের সিলেটে সড়ক দূর্ঘটনায় নিহত ২৫০, আহত ৩৯৮ জন

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ৬ জানুয়ারি, ২০২১, ৩:৩২ পিএম

গত একবছরে (২০২০) ১৮৭ টি সড়ক দুর্ঘটনায় নারী,পুরুষ, শিশুসহ ২৫০জন নিহত হয়েছেন সিলেট বিভাগে। এছাড়াও ৩৯৮ জন হয়েছেন আহত। এর মধ্যে সিলেট ৪৭টি সড়ক দুর্ঘটনায় ৬৯ জন নিহত ও আহত হয়েছেন ৬৪ জন। সুনামগঞ্জ ২১ টি সড়ক দুর্ঘটনায় নিহত ২৩ জন ও আহত হয়েছেন ৬৪ জন। মৌলভীবাজার ৪৩ টি সড়ক দুর্ঘটনায় নিহত ৪৪ জন ও আহত হয়েছেন ৫৫ জন। হবিগঞ্জ ৭৬ টি সড়ক দুর্ঘটনায় নিহত ১১৪ জন ও আহত হয়েছেন ২১৫ জন। নিরাপদ সড়ক চাই (নিসচা)'র এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে ২০১৯ সালের থেকে ২০২০ সালে সিলেট বিভাগের সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা অর্ধেকের নিচে নেমেছে। ২০১৯ সালে বিভাগের ২৭৪ টি সড়ক দুর্ঘটনায় নিহত ৫৩৮ জন ও আহত হয়েছিলেন ৪১৩ জন। প্রতিবেদনে দুর্ঘটনার কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে- সড়কে সুষ্ঠ ব্যবস্থাপনা ও মনিটরিং এর অভাব, চালকদের মধ্যে প্রতিযোগিতা ও বেপরোয়াভাবে গাড়ি চালানোর প্রবণতা, লাইসেন্স ছাড়া চালক নিয়োগ, পথচারীদের মধ্যে সচেতনতার অভাব, ট্রাফিক আইন ভঙ্গ করে ওভারটেকিং করা, বিরতি ছাড়াই দীর্ঘসময় ধরে গাড়ি চালানো, সড়ক-মহাসড়কের মোটরসাইকেলেও তিন চাকার গাড়ি বৃদ্ধি, মহাসড়ককে নির্মাণ ত্রুটি ও রাস্তার পাশে হাট-বাজার ও দোকানপাট বসানো ছাড়াও অশিক্ষিত ও অদক্ষ চালক, রাজনৈতিক সদিচ্ছার অভাব, সড়ক পরিবহন আইন ২০১৮ বাস্তবায়ন না হওয়া মূল কারণ চিহ্নিত করা হয়েছে দূর্ঘটনার জন্য বলে প্রতিবেদনে। এছাড়া দুর্ঘটনার জন্য দায়ী যানবাহনগুলো উল্লেখযোগ্য হচ্ছে বাস-ট্রাক, মোটরসাইকেল, কাভার্ডভ্যান,কার, সিএনজি, রিকশা ও সাইকেল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ