Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাউজানে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু

রাউজান (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ জানুয়ারি, ২০২১, ৫:১৪ এএম

চট্টগ্রামের রাউজানে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ইমান আলী (৪০) ও আবুল খায়ের (৬৩) নামে দুই জনের মৃত্যু হয়েছে। সোমবার রাত সাড়ে ১১টায় ও মঙ্গলবার রাত সাড়ে ১০টায় দুই জনের মৃত্যু হয়। জানা যায়, ৫ জানুয়ারি (মঙ্গলবার) রাত সাড়ে ৭টায় কাতাল পীর শাহ দরগাহ গেইটের সম্মুখে চট্টগ্রাম-কাপ্তাই সড়কে কাভার্ড ভ্যানের ধাক্কায় আবুল খায়ের (৬৩) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসাধিন অবস্থায় তিনি মারা যান। দূর্ঘটনায় নিহত আবুল খায়ের রাউজান উপজেলার ঊনসত্তর পাড়া গ্রামের জগৎপুর আশ্রম এলাকার বাসিন্দা। তার বাবার নাম মৃত আব্দুল করিম। স্থানীয়রা জানান নিহত আবুল খায়ের এশারের নামাজ পড়ার জন্য ভাড়া বাসা হতে সড়ক পাড় হয়ে মসজিদে আসার সময় শহরমুখী দ্রুতগামী একটি কাভার্ড ভ্যান (চট্ট মেট্রো -ম ৫১-১৩৪২) তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। এমতাবস্থায় তাকে উদ্ধার চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে দশটার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়েন।
স্থানীয় পাহাড়তলী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ রোকন উদ্দিন বলেন, স্থানীয় মুসল্লীদের কাছ হতে দূর্ঘটনার সংবাদ পেয়ে তাকে হাসপাতালে প্রেরণ করি। পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে গাড়িটি জব্দ করেন। রাত সাড়ে ১০টার দিকে তার মৃত্যুর সংবাদ পায়। নিহতের বাড়ি মূলত ফটিকছড়ি হলেও তিনি দীর্ঘ একযুগ ধরে দরগাহ এলাকায় স্ত্রী-সন্তানদের নিয়ে ভাড়া বাসায় থাকতেন। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল হারুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন গাড়িটি জব্দ করা হয়েছে। অন্যদিকে রাউজানে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন থাকা ইমান আলী (৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গত সোমবার রাত সাড়ে ১১টায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়। জানা যায়, সোমবার সকালে নিষিদ্ধ টমটম (নছিমন) নিয়ে গাছ আনতে যাওয়ার সময় রাউজান উপজেলা ডবুয়া ইউনিয়নের রোহিঙ্গা বিল এলাকায় শহীদ জাফর সড়কে টমটমের সামনের চাকা ভেঙ্গে টমটমে থাকা কয়েকজনের মধ্যে একজন গুরুতর আহত হন। আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধিন অবস্থায় রাত সাড়ে ১১টায় তিনি মারা যান। নিহত ইমান আলী নেত্রকোণা জেলার বাসিন্দা হলেও রাউজান পৌরসভার ৭নম্বর ওয়ার্ডে বসবাস করতেন। নিহতের লাশ তার গ্রামের বাড়িতে নিয়ে গেছেন স্বজনরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ