Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

চতুর্থ ধাপে বিএনপির মনোনয়ন বিতরণ শুরু ৬ জানুয়ারি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৫ জানুয়ারি, ২০২১, ১২:০১ এএম

চতুর্থ ধাপের পৌর নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়নের জন্য সময়সূচি ঘোষণা করেছে বিএনপি। আগামী ১৪ ফেব্রুয়ারি চতুর্থ পর্যায়ে ৫৬টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। এসব পৌরসভায় বিএনপির মনোনয়ন পেতে আগ্রহীদের আগামী ৬ জানুয়ারি থেকে ১২ জানুয়ারির মধ্যে চেয়ারপারসনের গুলশান কার্যালয় অথবা সংশ্লিষ্ট জেলা বিএনপির কার্যালয় থেকে নির্ধারিত আবেদন ফরম সংগ্রহ করতে পারবেন। তবে মনোনয়ন ফরম শুধু চেয়াপারসনের কার্যালয়ে জমা দিতে হবে। গতকাল সোমবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্ধারিত আবেদন ফরম ব্যতিত অন্য কোন আবেদন গ্রহণযোগ্য হবে না। ১২ জানুয়ারী বিকাল ৫ টার পর কোন আবেদন ফরম বিক্রি এবং জমা নেয়া হবে না। চূড়ান্ত দলীয় মনোনয়ন ১৫ জানুয়ারি মিডিয়ায় প্রকাশ করা হবে এবং ১৬ জানুয়ারি প্রত্যায়নপত্র প্রদান প্রদান করা হবে।

যেসব পৌরসভায় চতুর্থ পর্যায়ে নির্বাচন অনুষ্ঠিত হবে সেগুলো হচ্ছে: ঠাকুরগাঁও জেলার ঠাকুরগাঁও সদর, রাণীশংকৈল, লালমনিরহাটে সদর, পাটগ্রাম, জয়পুরহাটে আক্কেলপুর, কালাই, চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ, রাজশাহীতে নওহাটা, গোদাগাড়ী, তানোর, তাহেরপুর, নাটোরে বড়াইগ্রাম, নাটোর সদর, চুয়াডাঙ্গায় জীবননগর, আলমডাঙ্গা, যশোরে চৌগাছা, বাঘারপাড়া, বাগেরহাট সদর, সাতক্ষীরা সদর, পটুয়াখালীর কলাপাড়া, বরিশালের মুলাদী, বানারীপাড়া, টাঙ্গাইলের গোপালপুর, কালিহাতী, জামালপুরের মেলান্দহ, শেরপুর সদর, শ্রীবরদী, ময়মনসিংহের ফুলপুর, নেত্রকোণা সদর, কিশোরগঞ্জে বাজিতপুর, হোসেনপুর, করিমগঞ্জ, মুন্সীগঞ্জে মিরকাদিম, নরসিংদী সদর, মাধবদী, রাজবাড়ীর গোয়ালন্দ, রাজবাড়ী সদর, ফরিদপুরে নগরকান্দা, মাদারীপুরে কালকিনি, শরীয়তপুরে ডামুড্যা, সিলেটে কানাইঘাট, হবিগঞ্জে চুনারুঘাট, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া, কুমিল্লার হোমনা, দাউদকান্দি, চাঁদপুরে কচুয়া, ফরিদগঞ্জ, ফেনীর পরশুরাম, নোয়াখালীর চাটখিল, লক্ষীপুরে রামগতি, চট্টগ্রামের সাতকানিয়া, পটিয়া, চন্দনাইশ, খাগড়াছড়ির মাটিরাঙ্গা, রাঙ্গামাটি সদর, বান্দরবান সদর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিএনপি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ