Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ জানুয়ারি, ২০২১, ১২:০৩ এএম

আইএসের স্বীকারোক্তি

ইনকিলাব ডেস্ক : পাকিস্তানের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের কয়লা খনিতে হামলা চালিয়ে ১১ জনকে শ্রমিককে অপহরণের হত্যার দায় স্বীকার করেছে আইএস। গত শনিবার ওই শ্রমিকদের অপহরণ করে এবং কয়লা খনির কাছেই তাদের হত্যা করা হয়। ভুক্তভোগীরা সংখ্যালঘু শিয়া সম্প্রদায়ের সদস্য ছিল, হাজারা নামের এই সম্প্রদায়ের মানুষ বারবার উগ্রপন্থীদের লক্ষ্যবস্তু হয়ে আসছে, কারণ তারা শিয়া ইসলামের অনুসারী ছিল। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এই হামলাকে “অমানবিক সন্ত্রাসী তৎপরতা” বলে নিন্দা জানিয়েছেন। বিবিসি।


চাপে জাপান
ইনকিলাব ডেস্ক : জাপানে করোনা মহামারি মোকাবিলায় জরুরি অবস্থা ঘোষণার দাবিতে কেন্দ্রীয় সরকারের ওপর জনপ্রতিনিধিদের ওপর চাপ ক্রমাগত বাড়ছে। রাজধানী টোকিও এবং পার্শ্ববর্তী প্রদেশগুলো থেকে এ চাপ অব্যাহত আছে। করোনা সংক্রমণ রোধে জরুরি অবস্থা ঘোষণার প্রথম চাপ দেন টোকিও মেট্রোপলিটন গভর্নর ইয়ুরিকো কোইকে। বছরের শেষদিন এক সংবাদ সম্মেলনে তিনি সরকারের প্রতি টোকিওসহ অধিক আক্রান্ত প্রদেশগুলোতে জরুরি অবস্থা ঘোষণার জন্য কেন্দ্রের প্রতি আহবান জানান। এদিন টোকিওতে রেকর্ড এক হাজার ৩৩৭ জনের করোনা শনাক্ত হয়। এবিপি।

সবাই ঘরে থাকুন
ইনকিলাব ডেস্ক : প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাব রুখতে এবং কঠোর লকডাউন এড়াতে জনগণকে ঘরে থাকার আহবান জানিয়েছেন থাই প্রধানমন্ত্রী। নতুন করে দেশটিতে করোনায় ৭৪৫ জন শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে একজনের। ইতোমধ্যে দেশটির সরকার ২৮ টি প্রদেশকে উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করেছে। সেইসঙ্গে জনগণকে আহবান করা হয়েছে, ঘরে থেকে কাজ করতে, জনসমাগম এড়াতে। থাই প্রধানমন্ত্রী প্রাউত চান-ওচার সোমবার বলেছেন, কঠোর ব্যবস্থায় সম্ভাব্য অর্থনৈতিক ক্ষতি সম্পর্কে সরকার জ্ঞাত রয়েছে। বিবিসি।


জনসংখ্যা হ্রাস
ইনকিলাব ডেস্ক : যে হারে মানুষ মারা যাচ্ছে তার তুলনায় অনেক কম শিশু জন্ম নিচ্ছে দক্ষিণ কোরিয়ায়। এই পরিসংখ্যানে রীতিমতো আশঙ্কা দেখা দিয়েছে দেশটিতে। ২০২০ সালে দক্ষিণ কোরিয়ায় প্রথমবারের মতো এমন ঘটনা ঘটেছে। বিশ্বে যেসব দেশে জন্মহার সবচেয়ে কম সেই তালিকায় শীর্ষে রয়েছে দক্ষিণ কোরিয়ার নাম। ২০১৯ সালের তুলনায় দেশটিতে ২০২০ সালে জন্মহার কমেছে ১০ শতাংশ। দেশটিতে এক জরিপে জানা গেছে, গত বছর জন্ম নিয়েছে দুই লাখ ৭৫ হাজার ৮০০টি শিশু। আর মৃত্যু হয়েছে তিন লাখ ৭ হাজার ৭৬৪ জন মানুষের। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিশ্বসংবাদ

২৮ অক্টোবর, ২০২২
২৭ অক্টোবর, ২০২২
২৬ অক্টোবর, ২০২২
১৮ অক্টোবর, ২০২২
১৬ অক্টোবর, ২০২২
১৩ অক্টোবর, ২০২২
১১ অক্টোবর, ২০২২
২৭ সেপ্টেম্বর, ২০২২
২৫ সেপ্টেম্বর, ২০২২
২০ সেপ্টেম্বর, ২০২২
১৮ সেপ্টেম্বর, ২০২২
১৩ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ