Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নাটোরে দুই গ্রুপের পাল্টাপাল্টি ধাওয়া

পৌরসভা নির্বাচন, আওয়ালীগ সাধারণ সম্পাদককে অব্যাহতি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ জানুয়ারি, ২০২১, ১২:০১ এএম

নাটোরের গুরুদাসপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম বিপ্লবকে তার দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গত শুক্রবার রাতে দলের সিদ্ধান্ত অমান্য করে মেয়র পদে নির্বাচনে অংশগ্রহণ করায় তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান বলেন, অব্যাহতিপত্রটি দলের কেন্দ্রীয় কমিটিসহ সংশ্লিষ্ট দফতরে পাঠানো হয়েছে।

এদিকে শুক্রবার রাত ৯টার দিকে নৌকার প্রার্থী শাহনেওয়াজ ও বিদ্রোহী প্রার্থী আরিফুল ইসলাম বিপ্লবের গ্রুপের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। বিপ্লব জানান, সাগর নামের তার এক কর্মীকে মারধর ও মোটরসাইকেল ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে। তবে মেয়র শাহনেওয়াজ আলী এ ঘটনা অস্বীকার করে বলেন, বিপ্লবকে দল থেকে অব্যাহতি দেওয়ায় পর তিনি জলঘোলা করার চেষ্টা করছেন। দলীয় সূত্রে জানা যায়, বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্র মোতাবেক ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিতসভায় পৌর নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় দলের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত এবং পৌর আওয়ামী লীগের কমিটির সুপারিশ অনুযায়ী গুরুদাসপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।
আরও জানা যায়, গুরুদাসপুর পৌর নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান মেয়র মো. শাহনেওয়াজ আলী দলীয় মনোনয়ন পান। কিন্তু দলের সিদ্ধান্ত অমান্য করে আরিফুল ইসলাম বিপ্লব বিদ্রোহী প্রার্থী হিসেবে নারিকেল গাছ প্রতীক নিয়ে নির্বাচন করছেন। মেয়র প্রার্থী বিপ্লব জানান, বহিষ্কারাদেশ এখনো হাতে পাননি। এ কারণে কোনো মন্তব্য করবেন না। তবে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করবেন বলে জানিয়েছেন। রুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় টহল জোরদার করা হয়েছে। বিবাদমান দুই গ্রুপের কেউ থানায় অভিযোগ দেননি।



 

Show all comments
  • শেখ সাব্বির ১৭ জানুয়ারি, ২০২১, ১১:১২ এএম says : 0
    নৌকা আর নৌকা
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নির্বাচন

১৬ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ